আগামী ফরাসি ওপেনের আগেই খেলায় ফিরতে পারবেন ইতালিয়ান তারকা।
Published : 16 Feb 2025, 07:22 PM
মাথার ওপর মামলা ঝুলছিল কয়েক মাস ধরে। ছিল দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞার ঝুঁকি। ঝামেলা থেকে মুক্তি পেতে বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ইয়ানিক সিনার। তিন মাসের ডোপিংয়ের নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ফরাসি ওপেনের আগেই খেলায় ফিরতে পারবেন তিনি।
গত বছরের মার্চে ডোপ টেস্টে দুবার পজিটিভ হন সিনার। তার রক্তে নিষিদ্ধ ‘অ্যানাবলিক এজেন্ট ক্লোস্টেবলের’ উপস্থিতি ধরা পড়ে। তবে তাকে নির্দোষ বলে রায় দেয় একটি স্বাধীন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে গত অগাস্টে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএসএ) আপিল করে ওয়াডা। আগামী এপ্রিলে সিএসএতে মামলার শুনানি হওয়ার কথা ছিল। দুই বছরের নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন ২৩ বছর বয়সী সিনার।
তবে রোববার ওয়াডা বিবৃতি দিয়ে জানায়, তাদের দেওয়া তিন মাসের নিষেধাজ্ঞার প্রস্তাব মেনে নিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার। ওয়াডা তাদের আপিলও প্রত্যাহার করে নিয়েছে।
সিনারের নিষেধাজ্ঞা ৯ ফেব্রুয়ারি কার্যকর হয়ে চলবে ৪ মে পর্যন্ত। তবে ১৩ এপ্রিল থেকে তিনি অনুশীলনে ফিরতে পারবেন। ফরাসি ওপেন শুরু হওয়ার কথা ২৫ মে।
এর আগে সিনার বলেছিলেন, অসতর্কতায় তার সাপোর্ট স্টাফের এক সদস্যের কাছ থেকে ম্যাসাজ ও স্পোর্টস থেরাপির মাধ্যমে তার শরীরে নিষিদ্ধ উপাদান প্রবেশ করেছিল।
গত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখা এই তারকা নিষেধাজ্ঞা মেনে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন।
“প্রায় এক বছর ধরে মামলাটা মাথার ওপর ঝুলে ছিল। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও লম্বা সময় লাগত। হয়তো এই বছরের শেষভাগে একটা সিদ্ধান্ত হতো।”
“আমি সবসময় বলে আসছি, আমার দলের যেকোনো কিছুর জন্য আমার দায় আছে। আমি বুঝতে পারছি, আমার প্রিয় খেলার সুনাম রক্ষা করার জন্য ওয়াডার এই কঠোর বিধিনিষেধ। এ কারণেই সমস্যার সমাধানে ওয়াডার তিন মাসের নিষেধাজ্ঞার প্রস্তাব মেনে নিয়েছি।”