হ্যান্ডবলে মালদ্বীপকে গোলের মালা পরাল বাংলাদেশ

শুরু থেকে শেষ পর্যন্ত মালদ্বীপের ওপর ছড়ি ঘুরিয়ে বড় জয় তুলে নিয়েছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 02:00 PM
Updated : 13 May 2023, 02:00 PM

প্রথমার্ধেই মালদ্বীপের জালে গোলের স্রোত বইয়ে দিল মেয়েরা। দ্বিতীয়ার্ধেও তা অব্যাহত থাকল। বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফিতে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের শনিবার অনূর্ধ্ব-১৭ বিভাগে মালদ্বীপকে ৪৮-১০ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে মালদ্বীপের জালে ২৭ গোল দিয়ে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। এ অর্ধে মাত্র পাঁচবার বাংলাদেশের জালের নাগাল পায় মালদ্বীপ।

দলের জয়ে সর্বোচ্চ ১৬টি গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক মোসাম্মত মারফি। ১০টি গোল রুনা লায়লার। এছাড়া দীপা রানী লক্ষ্যভেদ করেন ৭ বার।

মালদ্বীপের হাওয়া বিনিথ করেন সর্বোচ্চ ৪টি গোল। 

বাংলাদেশ দলের মাত্র দুই জন খেলোয়াড় মারফি ও মাহি এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। বাকিদের সবাই নতুন। নতুনদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডালিয়া আক্তার।

“যদি মেয়েরা স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে আমরা জিতব, এটাই ছিল প্রত্যাশা। মেয়েরা সেটা করে দেখিয়েছে। আজ সবাই দেখেছে, এই মেয়েরা কতটা আত্মবিশ্বাসী ছিল। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার রিজার্ভ বেঞ্চের মেয়েরাও মাঠে নেমে গোল পেয়েছে। সবাই গোল করতে চেয়েছে, ওরা পেয়েছে।”

নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

একই দিনে অনূর্ধ্ব-১৯ বিভাগেও মালদ্বীপকে ৩৮-২১ গোলে হারিয়েছে মেয়েরা। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৯-৯ গোলে। দলের হয়ে সর্বোচ্চ ১২ গোল করেন সানজিদা আক্তার।

রোববার এই বিভাগেও নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।