নতুন ক্লাবে শুরুটা স্বপ্নের মতো হলো লুইস সুয়ারেসের। গ্রেমিওর হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার। অবদান রাখলেন ব্রাজিলিয়ান ক্লাবটির গাউচা সুপার কাপ জয়ে।
উরুগুয়ের ক্লাব নাসিওনালে তিন মাসের অধ্যায় শেষে ফ্রি ট্রান্সফারে চলতি মাসের শুরুতে গ্রেমিওতে যোগ দেন সুয়ারেস। নতুন মৌসুম শুরুর আগের গাউচা সুপার কাপের ম্যাচে শুরুর একাদশে নেমে ৩৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। ক্লাব সাও লুইসকে তার দল হারায় ৪-১ গোলে।
২০১৩ সালের ডিসেম্বরে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে নরউইচের বিপক্ষে হ্যাটট্রিকের পর এই প্রথম প্রথমার্ধে তিন বার জালের দেখা পেলেন সুয়ারেস।
আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদে খেলা সুয়ারেন গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব নাসিওনালে ফেরেন সুয়ারেস। গত অক্টোবরে ক্লাবটিকে বিদায় জানানোর আগে সাহায্য করেন উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিততে।
গত বছর প্রমোশন পাওয়ার পর এই মৌসুমে ব্রাজিলের সেরি আয় খেলবে গ্রেমিও।