কোপা আমেরিকা
দর্শকদের সঙ্গে ফুটবলারদের বিবাদে জড়িয়ে পড়ার ঘটনার কোনো আঁচ পাননি উরুগুয়ে কোচ।
Published : 11 Jul 2024, 11:01 AM
সেমি-ফাইনালে হারের হতাশার মাঝেই গ্যালারির দর্শকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। এই বিষয়ে কোনো ধারণাই ছিল না মার্সেলো বিয়েলসার। উরুগুয়ে কোচ ভেবেছিলেন, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে তার দল।
কোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধের পুরো ১০ জনের দল নিয়ে খেলেও অপরাজিত যাত্রা আরেক ম্যাচ বাড়িয়ে ২০০১ সালের পর আবার ফাইনালে উঠেছে কলম্বিয়া।
ম্যাচ শেষে মাঠের মধ্যেই দুই দলের ফুটবলার ও টিম ম্যানেজম্যান্ট বিবাদে জড়িয়ে পড়ে। এসময় দুই দলের ফুটবলাররাই আবার এগিয়ে আসেন মধ্যস্থতা করতে।
কিন্তু এর কিছুক্ষণ পরই ঘটে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডাগআউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে যান উরুগুয়ের ফুটবলাররা। কলম্বিয়ার জার্সি পরা দর্শকদের সঙ্গে হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেসরা।
পরে সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, আগেই ড্রেসিং রুমে চলে যাওয়ায় এই ঘটনার কোনো আঁচই পাননি তিনি।
“আমি মনে করেছিলাম, মাঠেই কিছুক্ষণ বাকযুদ্ধের মধ্য দিয়ে বিষয়টা শেষ হয়ে গেছে। আর এটি দেখে আমি ড্রেসিং রুমে চলে যাই।”
“আমি ভেবেছিলাম, তারা (ফুটবলাররা) হয়তো সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ দিচ্ছিল। কিন্তু এরপর আমি জানতে পারি, দুর্ভাগ্যবশত সেখানে কিছু ঝামেলা হয়।”
উরুগুয়ে অধিনায়ক হোসে মারিয়া হিমেনেস বলেছেন, গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের রক্ষা করতে ছুটে গিয়েছিলেন তারা। এই ঘটনায় গুটিকয় দর্শককে দায় দেন তিনি।
লাতিন আমেরিকা ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।
ম্যাচের প্রথমার্ধে হেফারসন লের্মার করা গোলে উরুগুয়েকে হারায় কলম্বিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।