কাদিসের মাঠ নিজের জন্য পয়মন্ত বলে মনে হচ্ছে বার্সেলোনার পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের।
Published : 14 Apr 2024, 03:28 PM
গত মৌসুমেও দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে কাদিসের মাঠে গোল করেছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু গোলের আনন্দ মলিন হয়ে গিয়েছিল বার্সেলোনার হারে। এবার তার নৈপুণ্যে জিতেছে দল। পর্তুগিজ ফরোয়ার্ড তাই অনুভব করছেন দারুণ তৃপ্তি।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে নিয়মিত একাদশের আট জনকে বাইরে রেখে কাদিসের বিপক্ষে ম্যাচের ছক কষেছিলেন শাভি এর্নান্দেস। শনিবার ফেলিক্সের একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরে বার্সেলোনা।
স্পেনের শীর্ষ লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি আরেকটি লক্ষ্য পূরণ হয়েছে বার্সেলোনার। লিগ টেবিলে সবার উপরে থাকা রেয়াল মাদ্রিদের উপর কিছুটা চাপ ধরে রাখতে পারল তারা। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শাভির দল। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে কার্লো আনচেলত্তির রেয়াল।
অবনমন অঞ্চলে থাকা কাদিসের বিপক্ষে শুরুতে আধিপত্য ছিল বার্সেলোনারই। ৩৭তম মিনিটে চমৎকার বাইসাইকেল কিকে গোলে দলকে এগিয়ে নেন ফেলিক্স। যা আগলে রেখে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালুনিয়ার দলটি।
গত মৌসুমেও কাদিসের মাঠে অসাধারণ বাইসাইকেল কিকে জাল খুঁজে নিয়েছিলেন ফেলিক্স। কিন্তু দল ৩-২ ব্যবধানে হেরেছিল বলে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় আসা এই ফরোয়ার্ডের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি না হওয়াতে দারুণ খুশি ফেলিক্স।
“আমার মনে হয়, এই মাঠ আমার জন্য পয়মন্ত। এটা (শট) পরিকল্পিত ছিল না। স্রেফ সাড়া দিলাম এবং গোলটা হয়ে গেল। কী দারুণ এই অনুভূতি এবং এবার ম্যাচটা জেতায় এই অনুভূতি আরও বেশি ভালো।”
“খুবই ভালো শুরু করেছিলাম আমরা। এ মাঠে খেলা খুব কঠিন। শুরুতে আক্রমণভাগে আমরা ভালো ছিলাম এবং শেষ দিকে রক্ষণে, যখন ওরা (কাদিস) মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিল।”
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগের ৩-২ গোলের জয়ে সেরা চারের পথে কিছুটা এগিয়ে আছে তারা।