দুই গোলে এগিয়ে যাওয়ার পর পথ হারাল রূপায়ন সিটি কুমিল্লা। সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে তাদের হারিয়ে ফ্র্যাঞ্চাইজি হকির ফাইনালে উঠল মোনার্ক পদ্মা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪-৩ গোলে জিতেছে পদ্মা। বৃহস্পতিবার ফাইনালে তারা মুখোমুখি হবে একমি চট্টগ্রামের।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ২-১ গোলে হেরে আসা কুমিল্লার শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। হোয়াকিন মেনি ও সোহানুর রহমান সবুজের গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয় কোয়ার্টারে মিয়া তানিমিতসু পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক থেকে সমতায় ফেরান পদ্মাকে। তৃতীয় কোয়ার্টারে ফের মেনির গোলে এগিয়ে যায় কুমিল্লা।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে আধিপত্য দেখায় পদ্মা। ৪৯তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তানিমিতসু। পাঁচ মিনিট পর দলটির জাপানি ডিফেন্ডারই পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন। বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে জিতে পদ্মা।