চলতি মৌসুমে রোমার তৃতীয় প্রধান কোচ হলেন আগে দুই দফায় দলটির দায়িত্ব পালন করা রানিয়েরি।
Published : 14 Nov 2024, 10:10 PM
কোচিং থেকে অবসর নেওয়ার ছয় মাস পর আবার ডাগআউটে ফিরছেন ক্লাওদিও রানিয়েরি। এই মৌসুমে রোমার তৃতীয় প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মৌসুমের বাকি সময়ের জন্য ৭৩ বছর বয়সী রানিয়েরিকে কোচের দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে রোমা।
ক্লাবের মালিকদের পরামর্শ দেওয়া এবং স্থায়ী কোচ খোঁজায় সহায়তাও করবেন তিনি। এছাড়া মৌসুম শেষে তিনি ক্লাবের ‘সিনিয়র নির্বাহী’র ভূমিকা পালন করবেন।
এই নিয়ে তৃতীয়বারের মতো নিজের জন্ম শহরের ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন রানিয়েরি। এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এবং ২০১৯ সালে দুই মাসের জন্য দায়িত্বে ছিলেন তিনি।
এ যাত্রায় ইভান ইউরিচের স্থলাভিষিক্ত হলেন রানিয়েরি। দলের বাজে পারফরম্যান্সের কারণে দায়িত্ব পাওয়ার দুই মাস পূর্ণ হওয়ার আগেই গত রোববার বরখাস্ত হন ইউরিচ।
গত জানুয়ারিতে জোসে মরিনিয়োর বিদায়ের পর রোমার কোচের দায়িত্ব দেওয়া হয় ক্লাবের সাবেক ফুটবলার দানিয়েলে দে রস্সিকে। গত সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করে দায়িত্বে আনা হয় ইউরিচকে। কিন্তু এই ক্রোয়াট কোচ টিকতে পারেন কেবল ১২ ম্যাচ।
কাইয়ারির সেরি আয় টিকে থাকা নিশ্চিত হওয়ার পর গত মে মাসে ক্লাবটির কোচের পদ ছাড়েন এবং কোচিং ক্যারিয়ারকে বিদায় জানান রানিয়েরি। ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে মোট ১৮টি ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রিস জাতীয় দলের দায়িত্বেও ছিলেন অল্প সময়ের জন্য।
তার হাত ধরে ২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল লেস্টার সিটি।
চলতি মৌসুমে সেরি আয় প্রথম ১২ ম্যাচের ৫টিই হেরেছে রোমা। ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তারা।
নিজেদের পরের লিগ ম্যাচে আগামী ২৪ নভেম্বর নাপোলির মাঠে খেলবে দলটি।