প্যারিস অলিম্পিকস
শুরুতে উপরের দিকে থাকার আভাস দিলেও পরে পিছিয়ে পড়েন বাংলাদেশের তরুণ আর্চার।
Published : 25 Jul 2024, 08:52 PM
র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করে পরে ছন্দ হারালেন মোহাম্মদ সাগর ইসলাম। প্যারিস অলিম্পিকসের আর্চারির রিকার্ভ পুরুষ এককের প্রথম ধাপ বাংলাদেশের এই আর্চার শেষ করলেন নিচের দিকে থেকে।
রিকার্ভ পুরুষ এককের র্যাঙ্কিং রাউন্ডে বৃহস্পতিবার ৭২টি তির ছুঁড়ে ৬৫২ স্কোর গড়েন সাগর। ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন ২০২৪ ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককে রুপা জয়ী ১৮ বছর বয়সী এই আর্চার।
গত জুনের মাঝামাঝি তুরস্কের আন্তালিয়াতে ওই কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককের সেমি-ফাইনালে উঠে সরাসরি অলিম্পিকসে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। সেখানে কোয়ার্টার-ফাইনালে গড়া ৬৬০ স্কোর সাগরের ব্যক্তিগত সেরা। প্যারিসে র্যাঙ্কিং রাউন্ডে তা টপকাতে পারলেন না তিনি।
এই ইভেন্টে ৭০২ স্কোর নিয়ে ২০১৯ সালে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি। ২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকসে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন।
দুটি রেকর্ডই অক্ষত থাকল। এবারের র্যাঙ্কিং রাউন্ডে সেরা হওয়ার পথে কিম উ জিন গড়েছেন ৬৮৬ স্কোর।