নিজেকে বদলে ফেলার কারণে লিওনেল মেসি পিএসজিতেও সাফল্যের ধারাবাহিকতায় ছিলেন বলে মনে করেন তার সাবেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে।
Published : 20 Nov 2023, 03:16 PM
ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা লিওনেল মেসি কাটিয়েছেন বার্সেলোনায়। এরপর পিএসজি ঘুরে নোঙর ফেলেছেন ইন্টার মায়ামিতে। আর্জেন্টাইন তারকার পিএসজিতে থাকা সময়ের স্মৃতি আওড়ালেন কিলিয়ান এমবাপে। ওই সময় পরিস্থিতির সঙ্গে মেসি নিজেকে বদলে সাফল্য পেয়েছিলেন বলে মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড।
২০২১ সালে প্রিয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। ফরাসি ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়ে গত জুনে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে। জিব্রাল্টারের বিপক্ষে ফ্রান্সের ১৪-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করা এমবাপে কথা বলেন পিএসজিতে মেসির ওই দুই মৌসুম নিয়ে।
বল নিয়ন্ত্রণে রাখার দর্শনে বিশ্বাসী বার্সেলোনার জার্সিতে মেসির খেলার ধরন ছিল একরকম। পিএসজিতে এসে তা বদলে যায়; মেসিও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বদলে ফেলেন নিজেকে; তেলেফুট-এর সঙ্গে আলাপচারিতায় বললেন এমবাপে।
“এমনকি শ্রেষ্ঠ খেলোয়াড়কেও কিছু বিষয় বদলাতে হয়। আমি লিও মেসির সঙ্গে খেলেছি এবং সে তার খেলার ধরন বদলেছিল। যখন সে বার্সেলোনায় ছিল, তখনকার মতো তার খেলার ধরন ছিল না পিএসজিতে খেলাকালীন; আর সেটাই তাকে জয়ের ধারায় রেখেছিল।”
মেসির মতোই সেরার পথে ছুটছেন এমবাপে। অলিভিয়ে জিরু ও থিয়েরে অঁরির পর ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপে জানালেন দলে তার ভূমিকা।
“মাঠে আমিও চাই দলকে আক্রমণে ও রক্ষণে সহযোগিতা করতে। এটাই আমার লক্ষ্য। সতীর্থ ও কোচেরা সবসময় আমার কাছ থেকে আরও বেশি চায় এবং আমার ওপর সবার এমন প্রত্যাশা দেখে আমি খুশি। আমি উন্নতি করে যেতে চাই এবং দলকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।”
জিব্রাল্টার ম্যাচের পর দলের আক্রমণভাগের সেরা তারকা এমবাপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দিদিয়ে দেশম। ফরাসি কোচের দৃষ্টিতে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সবকিছুর ‘মিশ্রণ’, ‘দল অন্তঃপ্রাণ’।