কোপা আমেরিকা
দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়াকে ব্রাজিলের মতোই কঠিন প্রতিপক্ষ মনে করছেন মার্সেলো বিয়েলসা।
Published : 10 Jul 2024, 04:19 PM
ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী উরুগুয়ের। তবে মাটিতেই পা রাখছেন দলটির কোচ মার্সেলো বিয়েলসা। কোপা আমেরিকার সেমি-ফাইনালে নামার আগে কলম্বিয়াকে নিয়ে বেশ সতর্ক তিনি। তার মতে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই কঠিন প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। দুই দলের মাঠের লড়াই শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।
কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখার যথেষ্ট কারণও আছে বিয়েলসার। দুর্দান্ত ছন্দে যে ছুটে চলছে দলটি। ২৭ ম্যাচ ধরে অপরাজিত তারা, সবশেষ হারের তেতো স্বাদ পেয়েছিল সেই ২০২২ সালে, আর্জেন্টিনার বিপক্ষে।
কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিল ম্যাচে ড্র করা ছাড়া বাকি তিনটিতেই জিতেছে কলম্বিয়া। কোয়ার্টার-ফাইনালে তো পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ধারাবাহিক চমৎকার পারফরম্যান্স করে যাওয়া দলটির আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী।
দক্ষিণ আমেরিকার সেরার লড়াইয়ে উরুগুয়েও বেশ ভালো অবস্থায় আছে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছে তারা। শেষ আটে ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে জায়গা করেছ নিয়েছে দলটি।
তবে আত্মতুষ্টিতে ভাসতে নারাজ বিয়েলসা। ছন্দে থাকা কলম্বিয়াকে নিয়ে সতর্ক থাকার কথা বললেন তিনি। আক্রমণাত্মক ফুটবল খেলা কলম্বিয়া তার নজরে খুবই সুসংহত।
“কলম্বিয়া বড় প্রতিদ্বন্দ্বী, তারা ইতিবাচক ফলাফলের মধ্যে আছে। তাদের স্কোয়াড ও কোচের অভিজ্ঞতা রয়েছে। অবশ্যই, ব্রাজিলের বিপক্ষে খেলাকে কেবল একভাবে দেখা যেতে পারে, সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে। কলম্বিয়াও তাই।”
“তারা এমন একটি দল যাদের শক্তিশালী খেলোয়াড় আছে, খেলার একটি সুসংহত ধরন রয়েছে এবং এর পিছনে অনেক সময় এবং সম্মিলিত পরিশ্রম রয়েছে, যা তাদের খেলার শৈলীকে একটি নির্দিষ্ট সঙ্গতি দেয়।”
এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১১ গোল করেছে কলম্বিয়া। উরুগুয়ের বিপক্ষে যে আক্রমণের ঝড় তুলতে চাইবে দলটি, বুঝতে পারছেন বিয়েলসা। তাই নিজেদের রক্ষণ আরও দৃঢ় রাখার তাগিদ দিয়েছেন তিনি। সেরাটা দেওয়ার ছাড়া এই ম্যাচ নিয়ে বিকল্প কোনো পরিকল্পনা নেই তার।
“প্রতিপক্ষকে আক্রমণ করা থেকে বিরত রাখা এবং নিজে আক্রমণ করার চেষ্টাকে প্রাধান্য দিয়ে ম্যাচগুলোকে কল্পনা করি আমরা। আপনি প্ল্যান ‘বি’ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আমার কোনো প্ল্যান ‘বি’ নেই। আমাদের সেরাটা দিতে হবে।”
“বাস্তবতা হচ্ছে আপনি আগেই কিছু ধরে নিতে পারবেন না। তবে আপনি যে ধরনের খেলা সবচেয়ে ভালো খেলেন, তার মধ্যে যেটা সুবিধাজনক সেটা করার চেষ্টা করতে হবে। কলম্বিয়া রক্ষণের চেয়ে ভালো আক্রমণ করে, কিন্তু আমরা দুই দলই জানি, আগে আমাদের রক্ষণ সামলাতে হবে এবং তারপর বাকিটা সৃষ্টিকর্তার হাতে।”