লা লিগা
লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করা ইংলিশ মিডফিল্ডারের চোট নিয়ে দুর্ভাবনার কিছু নেই বলেও জানিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 08 Dec 2024, 04:55 PM
মৌসুমের শুরু থেকে অনেক ম্যাচে জালের দেখা পাননি জুড বেলিংহ্যাম। সেই তিনি এখন লা লিগায় টানা পাঁচ ম্যাচে করেছেন গোল। ইংলিশ মিডফিল্ডার ফর্মে ফেরায় খুবই খুশি রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শনিবার জিরোনার মাঠে রেয়ালের ৩-০ গোলে জয়ের নায়ক বেলিংহ্যাম। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধে তার চমৎকার পাস থেকে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপে।
এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের প্রথম ১১ ম্যাচে কোনো গোল পাননি বেলিংহ্যাম। গত আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে ৯ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে দলের ৪-০ ব্যবধানের জয়ে দৃষ্টিনন্দন গোলে সেই খরা কাটান তিনি। লিগে পরের চার ম্যাচে লেগানেস, গেতাফে, আথলেতিক বিলবাও, জিরোনার বিপক্ষেও জালের দেখা পেলেন ২১ বছর বয়সী তারকা।
জিরোনার বিপক্ষে পায়ে অস্বস্তি অনুভব করায় ৬১তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের পর আনচেলত্তি বলেন, এই মিডফিল্ডারকে নিয়ে দুর্ভাবনার কিছু নেই, চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আতালান্তার বিপক্ষে পাওয়া যাবে তাকে।
“বেলিংহ্যাম ঠিক আছে। তার পা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, ঝুঁকি নিতে চায়নি সে। তাকে পাওয়া যাবে (আতালান্তার বিপক্ষে)। বেলিংহ্যাম ছন্দে ফিরেছে। টানা পাঁচ ম্যাচে গোল করেছে সে। সে ফিরে এসেছে এবং ভালো ফর্মে আছে।”
সতীর্থের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফরাসি তারকা এমবাপেও।
“অবিশ্বাস্য, সে দারুণ একজন খেলোয়াড়। মাদ্রিদে শীর্ষ মানের খেলোয়াড়দের সঙ্গে খেলা আনন্দের। ম্যাচটি জুড দারুণ খেলেছে।”