ক্লাব কাপ হকি
গত এপ্রিলে আবাহনী-মোহামেডান ম্যাচের অনাকাঙ্খিত কাণ্ডের পর ঝুলে থাকা ক্লাব কাপ হকির শিরোপার নিষ্পত্তি করল ফেডারেশন।
Published : 26 May 2024, 08:30 AM
ঝুলে থাকা ক্লাব কাপ হকির শিরোপা নিষ্পত্তি হয়েছে। প্লে-অফের মাধ্যমে শিরোপার ফয়সালা হওয়ার কথা থাকলেও তা হয়নি। হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় আবাহনী ও মেরিনার ইয়াংসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
গত ২০ এপ্রিলে আবাহনী-মোহামেডানের সুপার সিক্সের ম্যাচটি ‘অনাকাঙ্খিত কাণ্ডে’ পুরোপুরি অনুষ্ঠিত হতে পারেনি। কিছু সিদ্ধান্ত মেনে নিতে না পেরে খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান। বাইলজ অনুযায়ী আবাহনীকে জয়ী ঘোষণা করা হয়। তাতে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট সমান হয়। শিরোপা নিষ্পত্তি হওয়ার কথা ছিল প্লে-অফে।
কিন্তু দল দুটি প্লে-অফ খেলার ব্যাপারে আগ্রহী ছিল না। ফলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার যে সুপারিশ লিগ কমিটি করেছিল, নির্বাহী কমিটি শনিবারের সভায় সেটাই অনুমোদন দিয়েছে।
কমিটির সভায় নানা মেয়াদে কোচ, খেলোয়াড়, কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ গণমাধ্যমকে জানান শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া দলটির তানভীর রহমান সিয়াম ও দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ, গোলকিপার আসাদুর রহমান সাদকে ৭ ম্যাচ, গোলকিপার নয়নকে ২ ম্যাচ, সহকারী কোচ রাসেল মাহমুদ বাপ্পীকে ৫ ম্যাচ, মালয়েশিয়ার খেলোয়াড় জুলফি রাসেলকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন।
মোহামেডানের উপদেষ্টা কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথনকে বাংলাদেশের হকি অঙ্গনে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলটির ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ে তিনি ক্লাব কর্মকর্তা হিসেবে মাঠে দায়িত্ব পালন করতে পারবেন না।
এপ্রিলের ওই কাণ্ডে আবাহনীর খেলোয়াড়দের সম্পৃক্ততা ছিল। দলটির খেলোয়াড় পুস্কর খীসা মিমো ২ ম্যাচ, নাইম উদ্দিন ৩ ম্যাচ, আরফান ইউসুফকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন।
হকি ফেডারেশন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্তব্য করায় সাবেক খেলোয়াড় ও সংগঠক তারেক এ আদেলকে হকি অঙ্গনে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
মোহামেডানের সাবেক কর্মকর্তা সাজেদ এ আদেল ও জাহিদুল ইসলাম মিতুল এবং পরিচালক জামাল এ রানাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশন। অবশ্য শাস্তি পাওয়া সবার সুযোগ রয়েছে আপিল করার।