দলের পারফরম্যান্সে আরও উন্নতির প্রয়োজন দেখছেন পিএসজি অধিনায়ক।
Published : 09 Feb 2023, 03:22 PM
ফরাসি কাপ থেকে ছিটকে পড়া কিছুতেই মানতে পারছেন না মার্কিনিয়োস। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ ও বিরক্ত পিএসজি অধিনায়ক।
মার্সেইয়ের মাঠে বুধবার রাতে ২-১ গোলে হেরে যায় পিএসজি। আলেক্সিস সানচেসের সফল স্পট-কিকে পিছিয়ে পড়ার পর সমতা টানেন সের্হিও রামোস। দ্বিতীয়ার্ধে রুসলান মালিনোভস্কির গোলের পর মরিয়া চেষ্টা করেও হার এড়াতে পারেনি তারা।
২০১১ সালের নভেম্বরের পর ঘরের মাঠে পিএসজির বিপক্ষে মার্সেইয়ের এটাই প্রথম জয়। ১৯৮৯ সালের পর তাদের প্রথমবার ফরাসি কাপ জয়ের সম্ভাবনা এখন উজ্জ্বল।
ম্যাচটিতে অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় হতাশা যেন আরও বেড়েছে মার্কিনিয়োসের। ম্যাচ শেষে বিন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় দলের পারফরম্যান্সে আরও উন্নতির তাগিদ দিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
“আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। এখন আমাদের মুখ বন্ধ রাখার সময়।”
“আমরা জানি, যদি এই মৌসুমে ভালো কিছু করতে হয় তাহলে আমাদের অনেক উন্নতি করতে হবে। একটি শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছি, এটা বেদনাদায়ক। আমরা বিরক্ত।”
তবে এই পরাজয়ের হতাশায় ডুবে থাকতে নারাজ মার্কিনিয়োস। ভুলগুলো শুধরে সামনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত থাকার তাগিদ তার কণ্ঠে।
“আমরা জানতাম, তারা অনেক চাপ দেবে…আমরা কিছু ভুল করেছি, যার মূল্য আমাদের দিতে হয়েছে।”
“আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা আমরা জানি। এই হার বেদনাদায়ক, কারণ কাপ ম্যাচটা ছিল আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। ম্যাচটি জিতে এবং পরের ধাপ নিশ্চিত করে আমরা প্যারিসে ফিরতে চেয়েছিলাম। আমাদের আরও ভালো করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।”