নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম গেঁথে দিলেন বড় স্কোরের ভিত। পরে সাকিব আল হাসান ছাড়া অন্যরা সেভাবে জ্বলে না ওঠায় ২৪৬ রানের পুঁজি পেল বাংলাদেশ। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে শুরু থেকে ইংল্যান্ডকে ...
শুরুতে যা একটা লড়াই করল ইংল্যান্ড। এরপর দাপুটে বাংলাদেশের সঙ্গে পেরে উঠল না কোনোভাবেই। তাদের উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমি-ফাইনালে উঠলেন তুহিন-মিজানরা।
পল্টনের ভলিবল স্টেডিয়ামে শুক্রবার ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ২৯-১০ ব্যবধানে।
টানা চার জয়ে সেরা চার নিশ্চিত হলো বাংলাদেশের। পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে এ আসরে শুভ সূচনা করা লাল-সবুজ জার্সিধারীরা পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারিয়েছিল।
শনিবার গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হবে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।