চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল

এক আসর পর আবার স্বাধীনতা কাপের ফাইনালে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 02:42 PM
Updated : 30 Nov 2022, 02:42 PM

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল ঢাকা আবাহনী, কিন্তু শেষ রক্ষা হলো না। শিরোপাধারীদের হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্র।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে আবাহনীকে ৩-২ গোলে হারায় শেখ রাসেল।

শুরু থেকে আক্রমণের পসরা মেলে ৩১তম মিনিটে চার্লস দিদিয়ের গোলে এগিয়ে যায় ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড এমফন সানডে।

৬৪তম মিনিটে পিটার নেরাহর গোলে ব্যবধান কমায় আবাহনী। তবে আট মিনিট পরই দুই গোলের লিড পুনরুদ্ধার করে শেখ রাসেল। এবার গোলটি করেন উজবেকিস্তানের ডিফেন্ডার তিমুর তালিপয়।

যোগ করা সময়ে ড্যানিয়েল কলিন্দ্রেসের পেনাল্টি গোলে হারের ব্যবধানই কমাতে পারে শুধু আবাহনী।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বসুন্ধরা কিংস খেলবে বাংলাদেশ পুলিশ এফসির ক্লাবের বিপক্ষে। ফাইনাল হবে আগামী সোমবার।