টেনিস: উইম্বলডন
রেকর্ড গড়ার পথে এগিয়ে চলা নোভাক জোকোভিচের সামনে উইম্বলডনের শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ কার্লোস আলকারাস।
Published : 13 Jul 2024, 01:15 AM
একটু যা লড়াই হলো দ্বিতীয় সেটে। লরেঞ্জো মুসেত্তির সেই চ্যালেঞ্জও সামলে নিলেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জিতেই উইম্বলডনের ফাইনালে উঠলেন সার্ব তারকা।
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠা ইতালির মুসেত্তির ফাইনালে ওঠার স্বপ্ন এ যাত্রায় আর পূরণ হলো না। সেন্টার কোর্টে শুক্রবার দ্বিতীয়-সেমি-ফাইনালে ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে জিতেছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
চোটের কারণে ফরাসি ওপেনের মাঝপথে সরে দাঁড়ানোর পর মাস খানেক আগে জোকোভিচের হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেই ধাক্কা সামলে কোর্টে ফিরলেও, এবারের উইম্বলডনের শুরুতে সেরা ছন্দে দেখা যায়নি তাকে। তবে অভিজ্ঞতার ঝুলি মেলে ধরে এগিয়ে চলেছেন বছরের প্রথম শিরোপা জয়ের দিকে।
উইম্বলডনের পুরুষ এককের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেদেরারের কীর্তি ছোঁয়া থেকে আর এক জয় দূরে জোকোভিচ। আগামী রোববার ফাইনালে কার্লোস আলকারাসকে হারাতে পারলেই এখানে অষ্টম শিরোপার স্বাদ পাবেন দ্বিতীয় বাছাই জোকোভিচ।
আগামী রোববারের ট্রফির লড়াইয়ে তার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস। সেমি-ফাইনালে পঞ্চম বাছাই দানিল মেদভেদেভকে হারিয়েছেন ২১ বছর বয়সী আলকারাস।
র্যাঙ্কিংয়ের সেরা ইয়ানিস সিনারকে কোয়ার্টার-ফাইনালে হারিয়ে দেওয়া মেদভেদেভ ফাইনালে ওঠার লড়াইয়েও শুরুটা দারুণ করেন। কিন্তু এরপর আর ধরে রাখতে পারেননি ছন্দ। পরের তিন সেটে তাকে আর সেভাবে দাঁড়াতেই দেননি স্প্যানিশ তারকা।
চার সেটের লড়াইয়ে ৬-৭ (১-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে জিতে শিরোপার মঞ্চে পা রাখেন তৃতীয় বাছাই আলকারাস।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন জোকোভিচ। এবার এখানে জিততে পারলে, ফেদেরারের ওই ছোঁয়ার পাশাপাশি কোর্টকে ছাড়িয়ে যাবেন ৩৭ বছর বয়সী জোকোভিচ।
গত উইম্বলডনের ফাইনালে ওই সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েই প্রথমবার এখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আলকারাস। এরপর তিনি জিতেছেন গত মাসের ফরাসি ওপেনও, যেটা তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
আসছে ফাইনাল তাই জোকোভিচের সামনে প্রতিশোধের মঞ্চও।