রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে যা দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
Published : 31 Mar 2025, 06:17 PM
শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান বেড়ে গেছে অনেক। তাতে আরও একবার লিগ শিরোপা জয়ের সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে আর্সেনালের। মৌসুমের শেষভাগে এসে একটা সুখবর অবশ্য পেয়েছে দলটি। চোট কাটিয়ে ফুলহ্যামের বিপক্ষে আসছে ম্যাচে দেখা যেতে পারে দলটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য বুকায়ো সাকাকে।
গত ডিসেম্বরে চোটে পড়ার আগে ছন্দে ছিলেন সাকা; সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে ২৪ ম্যাচ খেলে ৯ গোল করার পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার দলও তখন ছুটছিল দারুণ গতিতে।
কিন্তু সাম্প্রতিক সময়ের টানা ব্যর্থতায় শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়েছে আর্সেনাল। আসরের বাকি ৯ রাউন্ডে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের আগে সোমবার সাকাকে নিয়ে সুখবর দেন কোচ মিকেল আর্তেতা।
“সাকা মাঠে নামতে প্রস্তুত। তাকে নিয়ে সতর্কভাবে সব কাজ শেষ হয়েছে। এখন সঠিক সময়ে তাকে মাঠে নামানোই মূল কথা। সে অবশ্য নিজেকে তাড়া দিচ্ছে, কারণ খুব করে ম্যাচ খেলতে চায়।”
“আমাদের দলের দারুণ এক অস্ত্র বুকায়ো। সে দলে কী প্রভাব রাখতে পারে, আমাদের সাফল্যের জন্য তার ভূমিকা ও অবদান কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। তাকে আবার ফিরে পাওয়াটা দুর্দান্ত ব্যাপার।”
প্রিমিয়ার লিগে মঙ্গলবার ঘরের মাঠে ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
২৯ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। দুইয়ে আর্সেনালের পয়েন্ট ৫৮।
চ্যাম্পিয়ন্স লিগেও সামনে গুরুত্বপূর্ণ লড়াই আছে আর্সেনালের। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৮ এপ্রিল নিজেদের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। দ্বিতীয় লেগ হবে আগামী ১৬ এপ্রিল, মাদ্রিদের দলটির মাঠে।