রেফারিকে ‘লাথি মারার’ অভিযোগে জামালকে বাফুফের নোটিশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2022 02:30 PM BdST Updated: 15 Feb 2022 02:30 PM BdST
-
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। ফাইল ছবি
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগ উঠেছে জামাল ভূইয়ার বিরুদ্ধে। এ বিষয়ে জাতীয় দল ও সাইফ স্পোর্টিং অধিনায়ককে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ও শেখ রাসেল। ৩৯তম মিনিটে পেনাল্টি গোলে জেতে শেখ রাসেল।
এই পেনাল্টি নিয়েই ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে অভিযোগ করা হয়েছে, ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন জামাল ও তার সতীর্থরা, এমনকি মাঠে ঢুকে দলটির কর্মকর্তারাও রেফারির দিকে তেড়ে যান।
বাফুফের নোটিশে ম্যাচ কমিশনারের রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে।
“দলের অধিনায়ক জামাল ভূইয়া রেফারিকে লাথি মারলে, রেফারি সরে যাওয়ায় তা সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে।”
নোটিশে রেফারিদের সঙ্গে অসদাচরণের অভিযোগ করা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের ইভেন্ট ম্যানেজার সাইফ মাহবুবের বিরুদ্ধেও।
“এছাড়াও উক্ত খেলায় সাইফ স্পোর্টিং ক্লাবের ইভেন্ট ম্যানেজার সাইফ মাহবুব জোর পূর্বক মাঠে প্রবেশ করে সকল রেফারিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং রেফারিগণ ড্রেসিং রুমে প্রবেশের সময় তিনি তাদের দিকে তেড়ে যান।”
এসব অভিযোগের ভিত্তিতে সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে (মঙ্গলবারের মধ্যে) লিখিতভাবে জানাতে বলা হয়েছে দলটিকে।
রেফারিকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেছেন জামাল। গণমাধ্যমকে জানিয়েছেন, তার বিরুদ্ধে কেন অভিযোগ তোলা হচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন না।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল