বড় জয়ে দুইয়ে লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 10:00 PM BdST Updated: 16 Jan 2022 10:46 PM BdST
ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল লিভারপুল। দাপুটে ফুটবলে ব্রেন্টফোর্ডকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে রোববার ৩-০ গোলে জিতে লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে লিভারপুল। একটি করে গোল করেছেন ফাবিনিয়ো, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও তাকুমি মিনামিনো।
তিন ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। গত তিন রাউন্ডের দুটিতে তারা ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার ও চেলসির সঙ্গে। মাঝে হেরেছিল লেস্টার সিটির বিপক্ষে।
ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল শট নেয় মোট ২৭টি, যার ১৩টি ছিল লক্ষ্যে। আর সফরকারীদের ছয় শটের একটি লক্ষ্যে ছিল।

অবশেষে বিরতির আগে এগিয়ে যায় স্বাগতিকরা। চেম্বারলেইনের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো।
৬৭তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। রবের্তো ফিরমিনোর থ্রু বল ধরে দিয়োগো জটার শট ফেরান গোলরক্ষক। পরক্ষণেই অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলেইন।
আর ৭৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন খানিক আগেই চেম্বারলেইনের বদলি নামা মিনামিনো। ফিরমিনোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে জাল খুঁজে নেন জাপানের এই ফরোয়ার্ড।
২১ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি তিনে নেমে গেল।
চেলসির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প