শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে ম্যাচ পিছিয়ে যাওয়ায় পুরো দল নিয়ে একদিন বাড়তি অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। প্রস্তুতি আরেকটু ভালো হওয়ায় সিশেলসের বিপক্ষে ম্যাচ নিয়ে আরও আশাবাদী এই পর্তুগিজ কোচ।
Published : 08 Nov 2021, 07:05 PM
প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সোমবার সিশেলসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তিত সূচিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচ পেছানোয় সোমবার তাই অনুশীলন করেছে বাংলাদেশ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় লেমোস জানিয়েছেন, সেট পিস ও রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা। সিশেলসকে হারিয়ে শুরুর আশাবাদও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই কোচ।
“যেহেতু আমরা একসঙ্গে অনুশীলনের খুব বেশি সময় পাইনি, সেহেতু অনুশীলনের জন্য অতিরিক্ত একটা দিন পাওয়া ইতিবাচক। যদি ম্যাচটা আজও হতো, খেলার জন্য তৈরি ছিলাম আমরা। আশা করি, আগামীকাল আবহাওয়া খুব একটা খারাপ হবে না এবং আমরা খেলতে পারব। অতিরিক্ত পাওয়া সময়ে আমরা সেট পিস, ডিফেন্স নিয়ে কাজ করেছি, যেটা আমাদের জন্য ভালো হয়েছে।”
“(কর্দমাক্ত মাঠের কারণে) আমার মনে হয় খেলার মান অতটা ভালো হবে না, মাঝেমধ্যে আমরা বাংলাদেশের কর্দমাক্ত মাঠে খেলি। তবে আমি কোনো অজুহাত দেখাচ্ছি না। যদি মাঠ কর্দমাক্ত থাকে, তাহলে এটা দুই দলের জন্যই কঠিন হবে। যেকোনো মাঠেই খেলতে আমরা প্রস্তুত এবং জয়ের চেষ্টা করব। সবাই খেলার জন্য প্রস্তুত। এ মুহূর্তে খেলোয়াড়দের কেউই জানে না, কে খেলবে। আগামীকাল সবাইকে বলব এবং আশা করি, সেরা একাদশটাই খেলাব।”
প্রস্তুতির জন্য বাড়তি সময় পাওয়া ইতিবাচক বলে জানালেন তপু বর্মনও। জাতীয় দলের এই অভিজ্ঞ ডিফেন্ডার আস্থা রাখছেন সতীর্থদের উপর। আফ্রিকার দলটি সম্পর্কে খুব একটা জানাশোনা না থাকলেও জয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী তিনি।
“সিশেলসের বিপক্ষে আমরা খেলিনি, তবে ওরা বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে বাংলাদেশে এসেছিল। সেসময় আমরা ওদের খেলা দেখেছি, ওরা কেমন খেলে, সেটা দেখেছি। তবে আমি মনে করি, ওদের নিয়ে না ভেবে আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত। আমরা দেশে অনুশীলন করেছি, শ্রীলঙ্কায় এসেও অনুশীলন করেছি, বাকি যারা ছিল উজবেকিস্তান থেকে এসে দলের সঙ্গে যোগ দিয়েছে তারা এবং আমাদের বাকিরা সবাই খেলার মধ্যে আছি, সব কিছু মিলিয়ে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে।”
“আশা করি, কালকের ম্যাচে আমরা ভালো কিছু করব। ম্যাচটা গুরুত্বপূর্ণ, যদি এ ম্যাচ আমরা বের করে আনতে পারি, তাহলে পরের দুটি ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওদের লিগ হচ্ছে কিনা, ওরা লিগ খেলছে কিনা, ওরা কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, সেগুলো আমরা জানি না। যতটুকু জানি, সবশেষ দুটি ম্যাচে ওরা হেরেছে। আমরা কিন্তু খেলার মধ্যে ছিলাম। লিগ খেলেছি, সাফে খেলেছি, আমার মনে হয়, ওদের চেয়ে ম্যাচ ফিটনেস কিছুটা হলেও বেশি থাকবে আমাদের। ম্যাচ টেম্পারমেন্টও অনেক বড় ব্যাপার। তবে অবশ্যই তারা আফ্রিকার দল, ফিজিক্যালি শক্তিশালী হবে। তবে আমরা যদি পায়ে বল রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।”