১৪ মিনিট খেলার পর পণ্ড হতে বসেছে নেইমারদের ম্যাচ

জমজমাট লড়াইয়ের আভাস দেওয়া ম্যাচ শুরু হতে না হতে ভেস্তে যেতে বসেছে। বর্ণবাদের অভিযোগ তুলে ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পরিত্যক্ত শঙ্কায় পিএসজির বিপক্ষে তাদের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 09:34 PM
Updated : 8 Dec 2020, 10:24 PM

ফরাসি চ্যাম্পিয়নদের মাঠে নেইমার-কিলিয়ান এমবাপেদের মুখোমুখি হয়েছিল আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া বাসাকসেহির। খেলার চতুর্দশ মিনিটে টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি।

এর মধ্যে দিয়ে উত্তপ্ত হয়ে উঠে মাঠ। টাচলাইনের দাঁড়িয়ে বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। সুর মেলান বাসাকসেহিরের অন্য স্টাফ ও খেলোয়াড়রা।

বিসিবি জানিয়েছে, চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে বলে তাদের মনে হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই দলের প্রধান কোচের সঙ্গে কথা বলেন রেফারি। লম্বা সময় ধরে আলোচনায় সমাধান না মেলায় রেফারিকে গালগাল দিতে দিতে মাঠ ছাড়েন বাসাকসেহিরের খেলোয়াড়রা। খানিক পর মাঠ ছাড়েন পিএসজির খেলোয়াড়রাও।

পরে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই ঘটনায় সাময়িক স্থগিত হয়ে আছে ম্যাচ।

“দুই দলের সঙ্গে আলোচনার পর ভিন্ন একজন চতুর্থ অফিসিয়ালকে নিয়ে ম্যাচ চালানোর সিদ্ধান্ত হয়েছে। উয়েফা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।”