চেলসিকে রুখে দিল ক্রাসনোদার

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষটা সুখকর হলো না চেলসির। নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে তারা। ইংলিশ দলটিকে তাদের মাঠেই রুখে দিয়েছে ক্রাসনোদার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 10:02 PM
Updated : 8 Dec 2020, 10:49 PM

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। রেমি কাবেলার গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রথম পর্বে রাশিয়ান দলটির মাঠে ৪-০ গোলে জিতেছিল চেলসি।

প্রতিযোগিতার নকআউট পর্ব, একই সঙ্গে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল আগেই। প্রিমিয়ার লিগে গত শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের দলে তাই ১০টি পরিবর্তন আনেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গত অক্টোবরের পর প্রথমবার দলটির হয়ে গোলপোস্টের নিচে দাঁড়ান কেপা আরিসাবালাগা।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও চেলসির আক্রমণে তেমন ধার ছিল না। উল্টো ২৪তম মিনিটে গোল খেয়ে বসে তারা। ডি-বক্সে সতীর্থের পাসে ডান পায়ের শটে ক্রাসনোদারকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কাবেলা।

চার মিনিট পরই অবশ্য স্পট কিকে দলকে সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রতিপক্ষের ডি-বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৩০তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ভালো একটি সুযোগ হারান আব্রাহাম। কাই হার্ভাটজের থ্রু বল ধরে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। ৬৬তম মিনিটে আব্রাহামের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। একটু পর এমেরসনের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি আব্রাহাম।

শেষ দিকে টিমো ভেরনার, অলিভিয়ে জিরুদ বদলি নেমেও ব্যবধান গড়ে দিতে পারেননি।

একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে ফরাসি দল রেনকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

প্রথম ও শেষ রাউন্ডে ড্রয়ের মাঝে টানা চার ম্যাচে জেতা চেলসি গ্রুপ পর্ব শেষ করল ১৪ পয়েন্ট নিয়ে। চার জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১৩। ক্রাসনোদারের ৫ ও রেনের ১ পয়েন্ট।