ড্র করে ঝুলে গেল আতলেতিকোর ভাগ্য
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 03:59 AM BdST Updated: 02 Dec 2020 04:30 AM BdST
প্রথম পছন্দের নয় খেলোয়াড় বেঞ্চে রেখে নামা বায়ার্ন মিউনিখকে শুরু থেকে চাপে রাখল আতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধে পেয়ে গেল কাঙ্ক্ষিত গোলের দেখাও। কিন্তু শেষ দিকে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করল দিয়েগো সিমেওনের দল। তাতে ঝুলে গেল দলটির চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠাও।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় ‘এ’ গ্রুপের ফিরতি লেগে প্রতিযোগিতার শিরোপাধারীদের বিপক্ষে ১-১ ড্র করে আতলেতিকো। প্রথম পর্বে আলিয়াঞ্জ অ্যারেনায় আতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন।
পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন শেষ ষেলোয় জায়গা করে নিয়েছিল আগেই।
গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সালসবুর্ক। ৪ পয়েন্ট নিয়ে সালসবুর্ক তৃতীয় ও ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আছে লোকোমোতিভ।
নকআউট পর্বের টিকেট পেয়ে যাওয়ায় রবের্ত লেভানতোভস্কি, টমাস মুলার ও মানুয়েল নয়ারসহ নয়টি পরিবর্তন এনে আতলেতিকোর বিপক্ষে ম্যাচের একাদশ সাজান বায়ার্ন কোচ হান্স ফ্লিক।

২৬তম মিনিটে ফেলিক্সের দারুণ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মার্কোস ইয়োরেন্তের বাইলাইন থেকে কাট ব্যাকে পর্তুগিজ ফরোয়ার্ড নিখুঁত সুইপে জাল খুঁজে নেয়।
ব্যবধান বাড়াতে বায়ার্নের রক্ষণে চাপের ধারাবাহিকতা ধরে রাখে আতলেতিকো। কিন্তু প্রথমার্ধে আর গোল মেলেনি। ৩৭তম মিনিটে ইয়ানিক কারাসকোর নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইয়োরেন্তে। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
৫৮তম মিনিটে ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল পায়নি আতলেতিকো। ইয়োরেন্তের ছোট পাস কোররেয়ার পা ঘুরে পেয়ে যান ফেলিক্স। বক্সের ভেতর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে।
নিষ্প্রাণ থাকা আক্রমণভাগে শক্তি বাড়াতে ৬২তম মিনিটে হাভি মার্তিনেসকে তুলে মুলারকে নামান বায়ার্ন কোচ। ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচে সমতা ফেরান মুলার। জার্মান এই ফরোয়ার্ডকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বায়ার্ন।
বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে