সিটিকে রুখে দিয়ে শেষ ষোলোয় পোর্তো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 04:01 AM BdST Updated: 02 Dec 2020 04:31 AM BdST
শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলল প্রতিপক্ষকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ইংলিশ দলটিকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে পোর্তো।
পর্তুগিজ দলটির মাঠে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র করে প্রথম চার ম্যাচ জিতে আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা সিটি। প্রথম পর্বে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।
প্রিমিয়ার লিগে গত শনিবার বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের দলে সাতটি পরিবর্তন আনেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। প্রথমার্ধে ৭০ শতাংশ সময় বল দখলে এগিয়ে থাকা দলটির আক্রমণে ছিল না ধার। ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি কেউই।
৩৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় সফরকারীরা। রাহিম স্টার্লিংয়ের নিচু শটে গোলরক্ষক পরাস্ত হলেও বল গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

৭১তম মিনিটে নষ্ট হয় আরেকটি সুযোগ। স্টার্লিংয়ের ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠাতে পারেননি রুবেন দিয়াস। ফিরতি বলে ফেররান তরেসের ওভারহেড কিক ফেরান গোলরক্ষক।
৮০তম মিনিটে ফোডেনের কর্নারে রদ্রির হেডও ফেরান তিনি। পরের মিনিটে বল জালে পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে বদলি নামা গাব্রিয়েল জেসুস। তবে অফ সাইডের কারণে গোল পায়নি সিটি।
এই ড্রয়ের পরও এক ম্যাচ বাকি থাকতে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে সিটির। পাঁচ ম্যাচে তাদের ১৩ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো।
আরেক ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-১ গোলে হারানো মার্সেই ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান পয়েন্ট অলিম্পিয়াকোসেরও।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে