পদত্যাগ করব না: জিদান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 02:48 AM BdST Updated: 02 Dec 2020 04:30 AM BdST
সময়টা বড্ড বাজে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। ক্রমেই পিছিয়ে পড়ছে লা লিগায়। শাখতার দোনেৎস্কের বিপক্ষে আবার হারার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা দলটির সামনে। তবুও অবিচল জিনেদিন জিদান। ইউরোপের সফলতম দলটির কোচ জানালেন, পরিস্থিতি যত কঠিনই হোক হাল ছাড়বেন না, চালিয়ে যাবেন লড়াই।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৬ ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। লা লিগায় সবশেষ তিন ম্যাচে জয়শূন্য। দেওয়ালে পিঠ প্রায় ঠেকে যাওয়া দলটিকে সবশেষ জোরালো ধাক্কাটি দিল শাখতার। ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতে রিয়ালকে ফেলে দিল উৎকণ্ঠায়।
এর আগে ঘরের মাঠে শাখতারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল। এবার ইউক্রেনেও হারায় কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
চাপ ক্রমেই বাড়ছে জিদানের ওপর। রিয়ালকে তিনবার ইউরোপের ক্লাব সেরার শিরোপা জেতানো এই কোচ সেটা ভালোভাবেই বুঝতে পারছেন। শাখতারের বিপক্ষে হারের পর স্পষ্ট করেই জানিয়েছেন, এসব ধাক্কা সামাল দিয়ে কেবল সামনের দিকে এগোনোর কথাই ভাবছেন তিনি।
“আমি পদত্যাগ করব না। আমরা কাজ চালিয়ে যাব।”
এই ম্যাচের আগেও জিদান আক্ষেপ করছিলেন দলের ছন্দপতন নিয়ে। প্রথম গোল খেলে আর ঘুরে দাঁড়াতে না পারা নিয়ে। এই ম্যাচেও ডাগআউটে দাঁড়িয়ে দেখলেন সেই একই চিত্র।
“প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি। যদি আমরা প্রথম গোলটা করতে পারতাম, খেলার চিত্রটা বদলে যেতে পারত। প্রথম গোলটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল, কারণ আমরা ভালো খেলছিলাম।”
“আমরা দুই-তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম। একটা শট পোস্টে লেগেছে। বল স্রেফ জালে গেল না। বেশ জটিল অবস্থা।”
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি