ইকার্দির নৈপুণ্যে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2020 02:59 AM BdST Updated: 28 Sep 2020 02:59 AM BdST
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। কিলিয়ান এমবাপে, নেইমারদের সুযোগ নষ্টের ভিড়ে দ্বিতীয়ার্ধে ব্যবধানও দ্বিগুণ করলেন তিনি। আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে স্তাদ দে রাঁসের মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। চলতি লিগে এ নিয়ে টানা দুই জয় পেল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
আগের লিগ ম্যাচে নিসকে ৩-০ গোলে হারিয়ে আসা পিএসজি এগিয়ে যায় নবম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইকার্দি। এর তিন মিনিট আগে নেইমারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে।
চাপ ধরে রাখলেও সাফল্য মিলছিল না পিএসজির। ত্রয়োদশ মিনিটে ইকার্দির হেড, পরের মিনিটে আনহেল দি মারিয়ার বাঁ পায়ের শট হয় লক্ষ্যভ্রষ্ট। তিন মিনিট পর দি মারিয়ার ক্রসে ইকার্দির হেড ফেরান গোলরক্ষক।
৩৮তম মিনিটে নেইমারের ফ্রি কিক জাল খুঁজে পায়নি। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোলমুখ থেকে বাইরে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ।
৬১তম মিনিটে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এমবাপের বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইকার্দি।
৭৪তম মিনিটে মার্কিনিয়োসের হেড, আট মিনিট পর এমবাপের শটও লক্ষ্যে থাকেনি। শেষ দিকে পাবলো সারাবিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পিএসজি। চতুর্থ হারের স্বাদ পাওয়া রাঁস ১ পয়েন্ট নিয়ে রয়েছে অবনমন অঞ্চলে।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা