‘যা বলেছি ভুলে যেও না’, মেসিকে সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2020 11:43 PM BdST Updated: 25 Sep 2020 11:43 PM BdST
মাদ্রিদে খুব ব্যস্ততায় কেটেছে দিন। তবুও লিওনেল মেসির কাছ থেকে আবেগঘন বিদায়ী বার্তার জবাব দিতে দেরি করেননি লুইস সুয়ারেস। সবসময় পাশে থাকার জন্য প্রিয় বন্ধুর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন মেসিকে দিয়ে আসা তার একটি পরামর্শের কথাও।
বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেস। মেডিকেল পরীক্ষার পর শুক্রবার উরুগুয়ের এই স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তির কথা জানায় মাদ্রিদের ক্লাবটি।
যেভাবে সুয়ারেসকে বিদায় দেওয়া হয়েছে, তা একদমই পছন্দ হয়নি মেসির। ইন্সটাগ্রামে প্রিয় বন্ধুকে জানানো বিদায়ী বার্তায় ক্লাবের সমালোচনাও করেন বার্সেলোনা অধিনায়ক। পরে ইন্সটাগ্রামেই মেসির বার্তার জবাব দেন সুয়ারেস।
“বার্তার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। তুমি যেভাবে আছো, প্রথম দিন থেকে আমার ও পরিবারের জন্য যা কিছু করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আমি সবসময় মেসির প্রতি কৃতজ্ঞ থাকব; মজার ও আবেগপ্রবণ একজন মানুষ।”
“তোমাকে যা বলেছি, তা ভুলে যেও না; নিজেকে উপভোগ করে যাও, দেখিয়ে যাও তুমি এক নম্বর...তোমাকে অনেক ভালোবাসি, বন্ধু। তোমাদের পাঁচ জনকে (মেসি, তার স্ত্রী ও তিন সন্তান) খুব মিস করব।”
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়