পর্তুগালের অনায়াস জয়ে রোনালদোর গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 02:38 AM BdST Updated: 12 Oct 2019 11:51 AM BdST
আগের ম্যাচে চার গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো জালের দেখা পেলেন আবারও। পর্তুগালও পেল প্রত্যাশিত জয়। লুক্সেমবার্গকে হারিয়ে ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখলো শিরোপাধারীরা।
লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। বের্নার্দো সিলভার গোলে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল তারা। মাঝে ব্যবধান বাড়ান রোনালদো। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন গনসালো গেদেস।
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে থাকা দলটির বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা।
গোলের দেখা অবশ্য তার আগের মিনিটেই পেতে পারতো দলটি। সিলভার ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন জোয়াও ফেলিক্স। বল দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
পরের আক্রমণেই এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নেলসন সেমেদোর শট গোলরক্ষকের গায়ে লেগে অরক্ষিত সিলভার পায়ে যায়। অনায়াসে প্লেসিং শটে বাকিটুকু সারেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলমুখ থেকে তার দুর্বল বাইসাইকেল কিক অনায়াসে ঠেকান গোলরক্ষক।
মাঝে আরও দুটি হাফ-চান্স কাজে লাগাতে ব্যর্থ হওয়া রোনালদো ৬৫তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষের সামান্য ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ইউভেন্তুস তারকা।

৮৯তম মিনিটে জটলার মধ্যে বল পেয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন গেদেস। প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে লেগে ভিতরে ঢোকে তার শট।
প্রথম দুই ম্যাচে ড্র করা পর্তুগাল টানা তৃতীয় জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারানো ইউক্রেন এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে।
তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট পাঁচ ম্যাচে ৭।
‘এ’ গ্রুপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে চেক রিপাবলিক। দুদলের পয়েন্টও এখন সমান ১২। অবশ্য মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড, একটি ম্যাচ কমও খেলেছে তারা।
তিন নম্বরে থাকা কসোভোর পয়েন্ট ৮। মন্টেনেগ্রো ও বুলগেরিয়ার মধ্যে গ্রুপের আরেক ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এই দুই দলের পয়েন্ট সমান ৩ করে।
‘এইচ’ গ্রুপে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে আইসল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক।
ফ্রান্স ও তুরস্কের পয়েন্ট সমান ১৮ করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা। তিন নম্বরে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১২। ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আলবেনিয়া।
অন্য ম্যাচে মলদোভাকে ১-০ গোলে হারিয়ে ইউরো বাছাই পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় পেয়েছে অ্যান্ডোরা। দুই দলের পয়েন্ট সমান ৩ করে।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া