আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের কষ্টের জয়

ইউরো বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে ফ্রান্স। অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে আইসল্যান্ডকে হারিয়ে মূল পর্বে ওঠার পথে আরেক ধাপ এগিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 09:30 PM
Updated : 12 Oct 2019, 06:02 AM

আইসল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে শুক্রবার রাতে ১-০ ব্যবধানে জয়ে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন জিরুদ।

ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকলেও বিরতির আগে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। প্রথমার্ধের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি তারা পায় ৪২তম মিনিটে। তবে অঁতোয়ান গ্রিজমানের জোরালো শট পাঞ্চ করে ফিরিয়ে দেন গোলরক্ষক।

ফ্রান্স কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৬৬তম মিনিটে। প্রতিপক্ষের ডি-বক্সে গ্রিজমান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে লক্ষ্যভেদ করেন চেলসি স্ট্রাইকার জিরুদ।

সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

ঘরের মাঠে শেষ মুহূর্তের একমাত্র গোলে আলবেনিয়াকে হারিয়েছে তুরস্ক। সমান ১৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুর্কিরা।

তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১২। চার নম্বরের দল আলবেনিয়ার পয়েন্ট ৯।