বাছাইপর্বে থামল ইংল্যান্ডের অজেয় যাত্রা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 03:45 AM BdST Updated: 12 Oct 2019 03:51 AM BdST
২০০৯ সালের পর থেকে বড় টুর্নামেন্টের বাছাইপর্বে যেন অজেয় হয়ে উঠেছিল ইংল্যান্ড। বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপে তাদের বিপক্ষে প্রতিপক্ষের সেরা ফল ছিল ড্র। ভুলে যাওয়া হারের স্বাদ মনে করিয়ে দিল চেক রিপাবলিক। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিল গ্যারেথ সাউথগেটের দলকে।
সেই ২০০৯ সালের ১০ অক্টোবর, সবশেষ বাছাইপর্বের ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। ইউক্রেনের বিপক্ষে সেই হারের পর ৪৩ ম্যাচ ধরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল অজেয়। ড্র করেছিল ৯ ম্যাচে, জয় ছিল ৩৪টি।
এর চারটি এসেছে ইউরোর এবারের বাছাইয়ের শেষ চার ম্যাচে। যেন গোল উৎসবে মেতে ছিল ইংল্যান্ড। প্রতিটি ম্যাচে দিয়েছে অন্তত চার গোল। সেই দলটি গোলের জন্য সংগ্রাম করল চেক রিপাবলিকের বিপক্ষে।
নিজেদের মাঠে উজ্জীবিত ফুটবল খেলা চেকরা জিতেছে ২-১ গোলে। দুই দলের প্রথম দেখায় ইংল্যান্ড জিতেছিল ৫-০ গোলে।
প্রথমার্ধে গোলের জন্য ১০টি শট নেয় চেক রিপাবলিক। ইংল্যান্ডের সবশেষ ৭৮ ম্যাচে এ নিয়ে কেবল দ্বিতীয়বার তাদের কোনো প্রতিপক্ষ বিরতির আগে গোলের জন্য ১০ কিংবা তার বেশি শট নিল। ২০১৮ সালের অক্টোবরে স্পেনও প্রথমার্ধে নিয়েছিল ১০ শট।
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের