টানা ৫৫ হারের পর জয়

বিশ্বকাপ বাছাইপর্বে খেলা শুরুর পর দ্বিতীয় আসরেই পেয়েছিল প্রথম জয়। কিন্তু ইউরোর বাছাইয়ে বারবার ফিরতে হচ্ছিল শূন্য হাতে। পরাজয়ের বৃত্ত ভেঙে এই মঞ্চে অবশেষে জয়ের দেখা পেল অ্যান্ডোরা, হারাল মলদোভাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 09:33 PM
Updated : 12 Oct 2019, 06:01 AM

ঘরের মাঠে শুক্রবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে অ্যান্ডোরা। ৫৬তম ম্যাচে এসে অপেক্ষা ফুরাল দলটির।

৫৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মলদোভার রাদু জিনসারি। ৬৩তম মিনিটে বল ঠিকানায় পাঠান মার্ক ভালেস। চলতি আসরে ৬ ম্যাচে এটাই অ্যান্ডোরার প্রথম গোল। এবারের আসর তো বটেই ইউরো বাছাইয়ের ছয় আসর মিলিয়ে প্রথমবারের মতো অক্ষত রাখতে পারল জাল!

ইউরো ২০০০ দিয়ে বাছাইপর্বে খেলা শুরু করে অ্যান্ডোরা। ষষ্ঠ আসরে এসে পেল প্রথম জয়। শুক্রবারের আগে খেলা ৫৫ ম্যাচের কোনোটিতে ড্রও করতে পারেনি দলটি!

২০০২ আসর দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলা শুরু করে অ্যান্ডোরা। পরের আসরে পেয়েছিল নিজেদের প্রথম জয়। মাঝে দুই আসরে জেতেনি কোনো ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে আবার একটি জয় পায় তারা।