ছেলেদের শীর্ষ পর্যায়ের ম্যাচে প্রথমবারের মতো নারী রেফারি

এবারের উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের নারী রেফারি স্তেফানি ফ্রাপা। এই প্রথম কোনো নারী রেফারি উয়েফা আয়োজিত ছেলেদের বড় কোনো প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 01:44 PM
Updated : 2 August 2019, 01:44 PM

১৪ অগাস্ট তুরস্কের ইস্তানবুলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী লিভারপুল।

গত মাসে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন ফ্রাপা। লিগ ওয়ানে ২০১৭-১৮ মৌসুমে প্রথম নারী রেফারি হিসেবে আমিয়াঁ-স্ত্রাসবুর ম্যাচ পরিচালনা করেন তিনি।