ইউনাইটেডকে উড়িয়ে শীর্ষে ফিরল লিভারপুল

ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা লিভারপুল পাশে পেল ভাগ্যকে। সাদিও মানের দারুণ গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর গোলরক্ষক আলিসনের ভুলে সমতায় ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু পার্থক্য গড়ে দিল শেষ দিকে জেরদান শাচিরির সৌভাগ্যসূচক দুটি গোল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 05:53 PM
Updated : 16 Dec 2018, 07:49 PM

অ্যানফিল্ডে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-১ গোলে জেতে ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত দলটি।

সাদিও মানের দারুণ নৈপুণ্যে ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়োর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড।

এ নিয়ে অ্যানফিল্ডে লিগে শেষ ১৬ ম্যাচে ৯ গোল করলেন মানে। এই সময়ে সতীর্থদের দিয়ে তিনটি গোলও করিয়েছেন তিনি।

৩৩তম মিনিটে আলিসনের ভুলে সমতায় ফেরে শুরু থেকে বল দখলে ও আক্রমণে পিছিয়ে থাকা ইউনাইটেড। বাঁ দিক থেকে রোমেলু লুকাকুর ক্রস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। বল চলে যায় জেসি লিনগার্ডের পায়ে। অনায়াসে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।
৭৩তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে মানের নেওয়া ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে ঢুকতে যাচ্ছিল, পা বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া। কিন্তু বল চলে যায় অরক্ষিত জেরদান শাচিরির কাছে। সুইস এই মিডফিল্ডারের শটে বল ইংলিশ ডিফেন্ডার অ্যাশলে ইয়ংয়ের পায়ে লেগে ক্রসবারের নিচের অংশে লেগে ভেতরে ঢোকে।

৮০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর ছোট পাস ধরে শাচিরির নেওয়া জোরালো শট ইংলিশ ডিফেন্ডার এরিক বেইলির পায়ে লেগে দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়। কিছুই করার ছিল না স্প্যানিশ গোলরক্ষক দে হেয়ার।

১৭ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৪৫।

শনিবার এভারটনকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। শনিবারের আরেক ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

রোববার আগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ২-১ গোলে জেতা চেলসি ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আর সাউথ্যাম্পটনের মাঠে ৩-২ গোলে হেরে যাওয়া আর্সেনাল ৩ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে।

পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।