চ্যাম্পিয়ন্স লিগে জয় রিয়ালের জন্য 'টার্নিং পয়েন্ট'
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2018 06:55 PM BdST Updated: 24 Oct 2018 06:55 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে জয় রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরতে 'টার্নিং পয়েন্ট' হবে বলে বিশ্বাস কোচ হুলেন লোপেতেগির।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির 'জি' গ্রুপে চেক প্রজাতন্ত্রের ক্লাবটিকে ২-১ গোলে হারায় রিয়াল। প্রথমার্ধে করিম বেনজেমার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচে স্পেনের সফলতম ক্লাবটির এটা প্রথম জয়।
দলের একের পর এক ব্যর্থতার কারণে রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেকটা অনিশ্চয়তায় আছেন লোপেতেগি। প্লজেনের বিপক্ষে ম্যাচ শেষে অবশ্য এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।
"সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিন পয়েন্ট…আমি ইতিবাচক দিকগুলোর সঙ্গে থাকি: ম্যাচ জেতা এবং নেতিবাচক পথচলার ইতি টানা। এই জয় থেকে দল উঠে দাঁড়াবে। জয়ই দলে স্বস্তি বয়ে আনতে সহায়তা করবে।"
"উন্নতির ধারা রাতারাতি পরিবর্তন হয় না। তবে আমি মনে করি, এই জয় আমাদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।"
প্লজেনের পাল্টা আক্রমণের সময় বেশ মনমরা লাগছিল লোপেতেগিকে। তবে কোনোরকম চাপে নেই বলে দাবি ৫২ বছর বয়সী এই কোচের।
"আপনারা কী মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন? আমি ভালো বোধ করছি। সাধারণত আমি খুব বেশি হাসি না।"
"লেভান্তের বিপক্ষে ম্যাচের চেয়ে আমি আজ বেশি খুশি। জেতা এবং জয় খরা কাটানোটা খুব গুরুত্বপূর্ণ ছিল।…আমি খুশি। আমি ক্লান্ত, তবে খুশি। আমরা যে অবস্থা থেকে এসেছি সেই বিবেচনায় তিনটা পয়েন্ট গুরুত্বপূর্ণ।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল