দুর্দান্ত আরিওলায় জার্মানদের বিপক্ষে রক্ষা চ্যাম্পিয়ন ফ্রান্সের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2018 02:48 AM BdST Updated: 07 Sep 2018 02:59 PM BdST
বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদায় মাঠে নামা ফরাসিদের ম্যাচ জুড়ে চাপে রাখে জার্মানি। শেষ দিকে একের পর এক আক্রমণ সামলাতে কোণঠাসা হয়ে পড়ে দিদিয়ে দেশমের দল। তবে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামা গোলরক্ষক আলফুঁস আরিওলার অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের উদ্বোধনী দিনে ‘এ’ লিগে গ্রুপ-১ এর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
মাস দেড়েক আগে বিশ্ব জয় করে আসা ফরাসিদের বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতে তেমন একটা চেনা যায়নি। বল দখলে প্রথম ত্রিশ মিনিটে একচেটিয়া আধিপত্য ছিল জার্মানির। ৩৫তম মিনিটে প্রথম সুযোগটিও পায় তারা। কিন্তু টনি ক্রুসের কর্নারে অ্যান্টোনিও রুডিগার ফ্লিক করার পর ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার মাটস হুমেলস।
ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেওয়া ফ্রান্স বিরতির আগে কয়েক মিনিটের ব্যবধানে দুটি সুযোগ পায়। কিন্তু অলিভিয়ে জিরুদের পর কিলিয়ান এমবাপেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

৬৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে অঁতোয়ান গ্রিজমানের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান মানুয়েল নয়ার। পরের মিনিটে মার্কো রয়েসের ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে ফ্রান্সের ত্রাতা গোলরক্ষক আরিওলা।
খানিক পর একের পর এক আক্রমণে অতিথিদের কোণঠাসা করে ফেলে জার্মানি। টানা কয়েক মিনিটে দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ান আরিওলা।
৭৩তম মিনিটে হুমলেসর জোরালো শট গোলরক্ষক রুখে দেওয়ার পর লক্ষ্যভ্রষ্ট শট নেন ইলকাই গিনদোয়ান। আর টমাস মুলারের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন পিএসজি গোলরক্ষক আরিওলা।

প্রতিযোগিতাটির অভিষেক আসরে জয়ে শুরু করেছে ওয়েলস। ‘বি’ লিগের গ্রুপ-৪ এ রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে ওয়েলস। রায়ান গিগসের অধীনে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল দলটি।
‘সি’ লিগের গ্রুপ-৩ এ নরওয়ে ২-০ গোলে সাইপ্রাসকে এবং স্লোভেনিয়াকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে বুলগেরিয়া।
এছাড়া ‘ডি’ লিগের গ্রুপ-১ এ কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন