সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড রোনালদোর

বিশ্বকাপ এলেই যেন অচেনা হয়ে যেতেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমনিতে গোলের বন্যা বইয়ে দিলেও ফুটবলের সবচেয়ে বড় আসরে থাকতেন যেন নিজের ছায়া হয়ে। এবার বদলে দিলেন চিত্রটা। স্পেনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে জানান দিলেন বিশ্বকাপ মাতাতে এবার তিনি সম্পূর্ণ প্রস্তুত। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 09:39 PM
Updated : 16 June 2018, 06:52 AM

আগের তিন আসরে মাত্র একটি করে গোল করেছিলেন রোনালদো। রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই করলেন তিন গোল। গড়লেন দারুণ এক কীর্তি।
 
বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কৃতিত্ব এখন রোনালদোর। ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেলেন রব রেনসেনব্রিঙ্ককে। ইরানের বিপক্ষে ১৯৭৮ আসরে ৩০ বছর ৩৩৫ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন এই ডাচ ফুটবলার।
 
ক্লাব ও দেশের হয়ে ৫১তম হ্যাটট্রিক করলেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসেও এটি ৫১তম হ্যাটট্রিক। 
 
বিশ্বকাপ ও ইউরোর মতো বড় আসরে সরাসরি ফ্রি কিক থেকে গোল ছিল রোনালদোর অধরা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি কিকে তৃতীয় ও শেষ গোলটি করে সেই অপূর্ণতা ঘোচান অধিনায়ক। ৪৫তম চেষ্টায় বড় টুর্নামেন্টে সরাসরি ফ্রি কিকে খুঁজে পেলেন জাল।