
ফ্রান্সের জয়ের দিনে পর্তুগালের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2018 03:51 PM BdST Updated: 29 May 2018 04:07 PM BdST
ঘরের মাঠে অলিভিয়ে জিরুদ ও নাবিল ফেকির গোলে সহজেই রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। তবে দুইবার এগিয়ে গিয়েও ক্রিস্তিয়ানো রোনালদোহীন পর্তুগাল আটকে গেছে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করা তিউনিশিয়ার কাছে। এছাড়া নতুন কোচ রবের্তো মানচিনির অধীনে প্রথম ম্যাচেই জয় পেয়েছে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি।
প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে উসমান দেম্বেলে, এনগোলা কঁতে, অঁতোয়ান গ্রিজমান ও পল পগবাকে ছাড়াই একাদশ সাজান দিদিয়ের দেশম। শুরু থেকে দারুণ আক্রমণাত্মক খেলতে থাকা ফ্রান্সকে ৪০তম মিনিটে প্রথম গোল এনে দেন চেলসি ফরোয়ার্ড জিরুদ। দুই মিনিট পর পিএসজি তারকা এমবাপের সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন নাবিল। বিরতির পর পগবা, দেম্বেলে, গ্রিজমানরা নামলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

এদিকে মাত্রই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো এ দিন দলে ছিলেন না। অধিনায়ককে ছাড়া জয় তুলে নিতে পারেনি পর্তুগাল। এসি মিলান ফরোয়ার্ড আন্দ্রে সিলভার গোলে ২২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বারো মিনিট পর পর্তুগিজদের ২-০ গোলে এগিয়ে দেন মিডফিল্ডার জোয়াও মারিও। বিরতির আগেই এক গোল শোধ করে তিউনিশিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনেন বেন ইয়োসেফ।
৩ ও ৭ জুন বেলজিয়াম ও আলজেরিয়ার বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন, ইরান ও মরক্কোর বিপক্ষে খেলবে ফের্নান্দো সান্তোসের দল।

আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- মাশরাফিদের সঙ্গে পারল না মোসাদ্দেকের সিলেট
- নাগরিকত্ব আইন: ফুঁসছে পশ্চিমবঙ্গও, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার ভ্রমণ সতর্কতা
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়