তলানির ক্রিস্টালে ধরাশায়ী চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে সাতটি ম্যাচের সাতটিতেই হার আর প্রতিপক্ষের জালে একটি গোলও করতে না পাওয়ার হতাশা নিয়ে চেলসির মুখোমুখি হওয়া ক্রিস্টাল প্যালেস উপহার দিল দারুণ চমক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 04:43 PM
Updated : 15 Oct 2017, 08:42 AM

বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে তলানির দলটি।

নিজেদের মাঠে শনিবার ম্যাচের একাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ডি-বক্সে বল পেয়েছিলেন ইয়োহান কাবায়। দাভিদ লুইস বল বিপদমুক্ত করতে গেলে তা কাবায়ের গায়ে লেগে চেলসির আরেক ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার গায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়। মৌসুমে ক্রিস্টালের এটি প্রথম গোল।

অষ্টাদশ মিনিটে সমতায় ফেরে চেলসি। সেস ফাব্রেগাসের কর্নারে হেডে সমতা ফেরান ফরাসি মিডফিল্ডার তিমোয়ে বাকাইয়োকো।

প্রথমার্ধের শেষ দিকে ফের এগিয়ে যায় ক্রিস্টাল। মামাদু সাকোর বাড়ানো বল ডি-বক্সের বাঁ-দিকে ধরে দুই ডিফেন্ডারের বাধার মধ্যেও নিয়ন্ত্রণে রেখে নিচু শটে থিবো কর্তোয়াকে ফাঁকি দেন উইলফ্রেদ জাহা।

দ্বিতীয়ার্ধে আর সমতা ফেরাতে পারেনি আন্তোনিও কোন্তের দল। শেষ পর্যন্ত লিগে অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে প্যালেস।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে স্টোক সিটিকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পেপ গুয়ার্দিওলার দল।

দিনের প্রথম ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লিভারপুল আর চেলসির পয়েন্ট ১৩।

নিজেদের মাঠে বোর্নমাউথকে একমাত্র গোলে হারানো টটেনহ্যাম হটস্পার্স ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।