একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ কারও গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না, বলছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ড ব্রুইনে।
লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারালো জোসে মরিনিয়োর ইউনাইটেড। লিগে এখন পর্যন্ত অপরাজিত দলটির এটা দ্বিতীয় ড্র।
ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় লিভারপুল। ৩৪তম মিনিটে রবের্তো ফিরমিনোর কাটব্যাক পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোয়েল মাতিপের শট দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া। ফিরতি বল ফাঁকায় পেলে লক্ষ্যভ্রষ্ট শট নেন মোহামেদ সালাহ।
প্রথম সাত ম্যাচে সর্বোচ্চ সাতটি গোল করা রোমেলু লুকাকু বিরতির ঠিক আগে দলকে এগিয়ে নিতে পারতেন। কিন্তু ১৫ গজ দূর থেকে বেলজিয়ামের এই স্ট্রাইকারের শট ঠেকান গোলরক্ষক।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুদলের কেউই।
ছয় জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২০। লিভারপুলের ১৩।