নেইমারকে ছাড়াও প্রস্তুত বার্সেলোনা: এনরিকে

নিষিদ্ধ নেইমারকে ক্লাসিকোতে খেলানোর জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে তারকা শিষ্যকে শেষ পর্যন্ত না পেলেও ম্যাচটির রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 03:44 PM
Updated : 22 April 2017, 04:06 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটি।

লিগে মালাগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করায় নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করে স্পেনের ফুটবল ফেডারেশন। শাস্তি কমাতে স্প্যানিশ স্পোর্টস ট্রাইবুনালে আপিল করেছে বার্সেলোনা।

ক্লাবের এই সিদ্ধান্ত যথার্থ মনে করছেন এনরিকে, “আমি মনে করি, ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় ক্লাব যা করেছে তা খুবই সঠিক। … কোচের দৃষ্টিকোণ থেকে নেইমারসহ অথবা নেইমার ছাড়া দুইভাবেই ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি।”

নিষেধাজ্ঞা থাকার পরও এই ব্রাজিল তারকাকে নিয়ে দল নির্বাচন করার সম্ভাবনা আছে কী? ৪৬ বছর বয়সী এই কোচের উত্তর- “ম্যাচটি খেলা হলেই এটা আপনি দেখতে পারবেন।”

৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে এই ম্যাচে খেলতে নামবে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।