পরিসংখ্যানে বার্সা-রিয়াল লড়াই

লা লিগায় আবার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি হয়ে উঠতে পারে এবারের স্প্যানিশ লিগের শিরোপা নির্ধারক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 02:55 PM
Updated : 22 April 2017, 04:06 PM

বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে থেকে রোববার ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল। ৩১ ম্যাচে জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৭৫। এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭২।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

শিরোপার দাবিদার দুই দলের মুখোমুখি লড়াইয়ের চেয়েও ম্যাচটি আরও বেশি কিছু।

এটা সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। যেখানে গোলদাতার তালিকায় রিয়াল ফরোয়ার্ডের চেয়ে ভালোভাবেই এগিয়ে বার্সেলোনা তারকা।

লড়াইটা মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে যাওয়া কোচ লুইস এনরিকের জন্যও বিশেষ কিছু। খেলোয়াড়ী জীবনে রিয়ালের হয়ে পাঁচ বছরের ক্যারিয়ারে একটি লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছিলেন তিনি। পরে বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে আট বছরের ক্যারিয়ারে দুটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

সবকিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া লিগের দ্বিতীয় ক্লাসিকোর আগে দেখে নেওয়া যাক ক্লাসিকোর কিছু পরিসংখ্যান।

৭২ - লা লিগার ইতিহাসে বার্সেলোনাকে ৭২ বার হারিয়েছে রিয়াল। কাতালান ক্লাবটির বিপক্ষে অন্য কোনো দলের রেকর্ড এত ভালো নয়।

৬৮ - স্পেনের শীর্ষ লিগে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয় ৬৮টি। অন্য যে কোনো দলের চেয়ে যা বেশি।

২১ - ২০১৪ সালে হ্যাটট্রিক করে ক্লাসিকোর গোলদাতার তালিকায় আলফ্রেদো দি স্তেফানোকে (১৮) ছাড়িয়ে যান মেসি, তার গোল ২১টি।

১৫ - লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ১৫টি গোল খেয়েছেন কেইলর নাভাস। প্রতিযোগিতায় অন্য কোনো দলের বিপক্ষের চেয়ে অন্তত ছয়টি বেশি।

১৩ - সব প্রতিযোগিতা মিলিয়ে বের্নাবেউয়ে ১৩টি ক্লাসিকোর মাত্র তিনটিতে হেরেছেন জেরার্দ পিকে, সাতটি জয়, তিনটি ড্র।

১২- ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ১২ ম্যাচ খেলে মাত্র পাঁচটি গোল করেছেন রোনালদো। এর মধ্যে তিনটি পেনাল্টি থেকে।

৫ - বের্নাবেউয়ে নিজের খেলা সবশেষ পাঁচ ক্লাসিকোয় পাঁচ গোল করেছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

৪- লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হেডে চারটি গোল করেছেন রামোস। অন্য যে কোনো দলের বিপক্ষের চেয়ে যা বেশি।

৩- রিয়ালের বিপক্ষে প্রথম একাদশে খেলা শেষ চার ম্যাচে তিন গোল করেছেন মাথিউ, সবকটিই হেড করে।

০- রিয়ালের কোচ হিসেবে প্রথম দুই ক্লাসিকোয় হারেননি জিদান, একটি জিতেছেন, আরেকটি ড্র।