মৌসুমের সেরা ম্যাচ খেলতে চায় বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017 08:35 PM BdST Updated: 18 Apr 2017 10:08 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে বড় ব্যবধানে হারায় সেমি-ফাইনাল নিয়ে বড় অনিশ্চয়তায় পড়েছে বার্সেলোনা। তবে হতাশ হচ্ছেন না ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যবধান ঘুচিয়ে পরের রাউন্ডে যেতে মৌসুমের সেরা ম্যাচটি খেলার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Related Stories
কাম্প নউয়ে বুধবার বাংলাদেশ সময় পৌনে ১টায় কাম্প নউয়ে মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে ইউভেন্তুস স্টেডিয়ামে ৩-০ হারা লুইস এনরিকের দলের চাই চার গোলের ব্যবধানে হয়।
শেষ ষোলোর প্রথম লেগেও পিএসজির মাঠে ৪-০ ব্যবধানে হেরে প্রতিযোগিতাটিতে অনিশ্চয়তায় পড়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ইতিহাস গড়া ৬-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে তারা।
দ্বিতীয় লেগের ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা বলেন, “পিএসজির বিপক্ষে ম্যাচটির সঙ্গে তুলনা করলে অনেক মিল পাওয়া যাবে। প্রথম মিনিট থেকেই ওই ম্যাচের মতো আমাদের একই মনোভাব থাকতে হবে।”
“আরও একবার ঘুরে দাঁড়ানোটা কঠিন হবে। কিন্তু আমি নিশ্চিত, এটা সম্ভব। আমাদের নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে। সর্বোচ্চ সংখ্যক গোলের সুযোগ সৃষ্টি করতে হবে এবং গোল করতে হবে। আমাদের সম্ভবত মৌসুমের সেরা ম্যাচটাই খেলতে হবে।”

বার্সেলোনার শক্তি-সামর্থ্যের ওপর আস্থা রাখছেন ইনিয়েস্তা, “এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুস মাত্র দুটি গোল হজম করেছে। কিন্তু এটা আমাদের জন্য কিছু পরিবর্তন করছে না। আমরা জানি যে, আমাদের গোল করার ক্ষমতা আছে।”
“প্রথম লেগের ফলটা আমাদের জন্য বাজে ছিল। আমাদের যেভাবে খেলতে হতো সেভাবে পারিনি। এটা কঠিন একটি কাজ। কিন্তু ব্যাপারগুলো ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় আমাদের আছে। আমাদের নিখুঁত একটি ম্যাচ দরকার।”
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ