হাল সিটির কাছে হেরেও লিগ কাপের ফাইনালে ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2017 05:16 AM BdST Updated: 27 Jan 2017 05:16 AM BdST
সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর হাল সিটির কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথম লেগে পাওয়া জয়ে ভর করে লিগ কাপের ফাইনালে উঠেছে জোসে মরিনিয়োর দল।
বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে হাল সিটির মাঠে ২-১ গোলে হারে ইউনাইটেড। তবে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে থাকায় ফাইনালে সাউথ্যাম্পটনের প্রতিপক্ষ হতে সমস্যা হয়নি রেড ডেভিলদের।
৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন টম হাডলস্টোন। মার্কোস রোহো হ্যারি ম্যাগুয়ারের জামা টানায় স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৭৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার রোহোর হেডে বল ক্রসবারে লাগলে এগিয়ে যাওয়া হয়নি ইউনাইটেডের। পাঁচ মিনিট পর হাল সিটির উমার নিয়াসিকেও গোলবঞ্চিত করে ক্রসবার। ৮০তম মিনিটে অবশ্য ঠিকই গোল পান এই সেনেগালের এই স্ট্রাইকার। তবে অতিথিরা আর কোনো বিপদ হতে দেয়নি।
ইএফএল কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৬ ফেব্রুয়ারি লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’