অস্ট্রেলিয়া পৌঁছানোর পর প্রথম মাঠের অনুশীলন। সেখানে মূলত প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগের দিকে দৃষ্টি রেখে রক্ষণ নিয়েই কাজ হলো বেশি। ঠাণ্ডার সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া যায়নি এখনও, তবে প্রথম দিনের অনুশীলনে অধিনায়ক জামাল ভূঁইয়া দলকে আত্মবিশ্বাসীই দেখছেন।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ‘আই’ গ্রুপে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মেলবোর্নের ম্যাচটি দিয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপের পথচলা শুরু হবে তাদের। এ উপলক্ষে সোমবার ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেছেন জামাল-ইব্রাহিমরা।
ডেনমার্ক প্রবাসী জামাল এবং ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত। সমস্যা হচ্ছে বাকিদের। তাছাড়া বাতাসের বেগও বেশি। জামালের অবশ্য মনে হচ্ছে, স্টেডিয়ামে ঝড়ো বাতাসের প্রভাব পড়বে না।
“অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন করলাম। ভালো লেগেছে। দুই দিন পর পুরো দল অনুশীলন করায় ভালো লেগেছে। আবহাওয়া একটু ঠাণ্ডা। অধিকাংশ খেলোয়াড়ের কাছে ঠাণ্ডা লেগেছে; আমার ও তারিকের এ ধরণের আবহাওয়ায় অভ্যাস আছে। এক-দুই দিনের মধ্যে বাকিরাও ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিবে।”
“ম্যাচ রাত ৮টায়; আমাদের এই আবহাওয়ার মধ্যেই খেলতে হবে। সব মিলিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি, সবাই আত্মবিশ্বাসী আছে। এ ম্যাচের প্রতি সবার শতভাগ মনোযোগ আছে। আমার মনে হয়, স্টেডিয়ামের ভেতরে এর (ঝড়ো বাতাসের) কোনো প্রভাব থাকবে না। যখন আমরা বাইরে যাই, তখন ওখানে অনেক উইন্ডি আবহাওয়া (টের পাই)।”
ম্যাচে মূলত লড়াই হবে অস্ট্রেলিয়ার শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে বাংলাদেশের রক্ষণের। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দেওয়ার কৌশল তারা রপ্ত করেছেন প্রথম দিনের অনুশীলনে।
“সব মিলিয়ে ভালো অনুশীলন হয়েছে। প্রথম অনুশীলন হলো। একটু…বাংলাদেশের চেয়ে এখানে বেশ ঠাণ্ডা। কোচ চাইছেন আমরা যেন দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি; যত দ্রুত মানিয়ে নিতে পারব, ম্যাচটা খেলা আমাদের জন্য তত ভালো হবে। অস্বীকার করার উপায় নেই, অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলোর একটা। অনুশীলনে কিভাবে ডিফেন্স ব্লক করব, ওদের আক্রমণগুলো যত ভেস্তে দেওয়া যায়, মূলত আমাদের কাজ থাকবে এটাই।”
কোচ হাভিয়ের কাবরেরার সহকারী হাসান আল মামুন দলের মধ্যে ভালো কিছু করার তাড়না দেখছেন। বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে দল দ্রুত মানিয়ে নেবে বলেও আশাবাদী এই সাবেক তারকা ডিফেন্ডার।
“এখানে ঠাণ্ডা আবহাওয়া, বাতাসও আছে। একারণে মনে হচ্ছিল, বলের সঙ্গে অনুশীলনে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। একটা দেশে গেলে প্রথম অবস্থায় এগুলো হয়, সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হয়। আশা করি, এটা সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে।”
“অনুশীলনে অস্ট্রেলিয়ার যে শক্তিশালী দিক, আমরা যদি বিল্ড আপে যাই, তাহলে ওরা কিভাবে প্রেস করবে, যেগুলো ওদের খেলায় আমরা দেখেছি, সেগুলো নিয়ে সেশন হয়েছে। ছেলেরা সবাই ভালো আছে এবং ফিট আছে। আমার মনে হচ্ছে, ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে সবাই।”
বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ও সবশেষ ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। অস্ট্রেলিয়াতে প্রথম লেগে ৫-০ গোলে হারের পর ঢাকায় ফিরতি লেগে ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।