কোচের পরিকল্পনায় নেই জানার পরই এই সিদ্ধান্ত, বললেন স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
আন্তর্জাতিক ফুটবলে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন টবি আল্ডারভাইরেল্ড। বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা বেলজিয়াম দলের সদস্য ছিলেন আল্ডারভাইরেল্ড। গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া কাতার বিশ্বকাপও খেলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তবে কাতারে সময়টা ভালো কাটেনি তার দলের, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
গত বিশ্বকাপের পর বেলজিয়ামের বিখ্যাত 'সোনালী প্রজন্ম'-এর শীর্ষ প্রতিনিধি এদেন আজার অবসর নেন। সাবেক অধিনায়ককে অনুসরণ করলেন বেলজিয়ামের হয়ে ১২৭টি ম্যাচ খেলা আল্ডারভাইরেল্ড।
ক্লাব ক্যারিয়ারে আয়াক্স, আতলেতিকো মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পারে খেলার পর এখন বেলজিয়ান দল রয়্যাল এন্টওয়ার্পের হয়ে খেলছেন আল্ডারভাইরেল্ড।