বেলজিয়াম দলকে আল্ডারভাইরেল্ডের বিদায়

গত বিশ্বকাপে খেলেছিলেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 12:23 PM
Updated : 6 March 2023, 12:23 PM

আন্তর্জাতিক ফুটবলে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন টবি আল্ডারভাইরেল্ড। বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা বেলজিয়াম দলের সদস্য ছিলেন আল্ডারভাইরেল্ড। গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া কাতার বিশ্বকাপও খেলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তবে কাতারে সময়টা ভালো কাটেনি তার দলের, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।

গত বিশ্বকাপের পর বেলজিয়ামের বিখ্যাত 'সোনালী প্রজন্ম'-এর শীর্ষ প্রতিনিধি এদেন আজার অবসর নেন। সাবেক অধিনায়ককে অনুসরণ করলেন বেলজিয়ামের হয়ে ১২৭টি ম্যাচ খেলা আল্ডারভাইরেল্ড।

ক্লাব ক্যারিয়ারে আয়াক্স, আতলেতিকো মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পারে খেলার পর এখন বেলজিয়ান দল রয়্যাল এন্টওয়ার্পের হয়ে খেলছেন আল্ডারভাইরেল্ড।