চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ঘিরে নাপোলিতে দাঙ্গা

স্থানীয় সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাস লক্ষ্য করে পাথর ছুঁড়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 07:08 PM
Updated : 15 March 2023, 07:08 PM

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের শেষ ষোলোর ফিরতি লেগ শুরুর আগে ইতালির স্বাগতিক শহরটিতে দাঙ্গা বেঁধে গেছে। সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাস লক্ষ্য করে পাথর ছুঁড়ছে।

ম্যাচটি ঘিরে এরকম কিছুর শঙ্কা আগে থেকেই করেছিল কর্তৃপক্ষ। তাই ফ্রাঙ্কফুর্টে বাস করা সমর্থকদের স্টেডিয়ামে আসার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালিয়ান কর্তৃপক্ষ। তবে যেকোনোভাবেই হোক, জার্মান ক্লাবটির কিছু সমর্থক ইতালিতে চলে আসেন।

দাঙ্গা-বিরোধী বাহিনীর সঙ্গে সমর্থকদের লড়াই এবং একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। এসময় পুলিশের দিকে ইট-পাথরসহ নানা কিছু ছুঁড়ছিল তারা।

ইতালিয়ান গণমাধ্যমের খবর, কেবল পুলিশের দিকে নয়, আইনট্রাখট সমর্থকদের বহনকারী বাসের দিকেও পাথর ছুঁড়ছিল নাপোলি সমর্থকরা।

জার্মানি থেকে ৬ শতাধিকের মতো আইনট্রাখট সমর্থক নাপোলিতে পৌঁছেছে।

প্রথম লেগে ২-০ গোলে জিতে শেষ আটে ওঠার পথে এগিয়ে আছে সেরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাপোলি।