Published : 20 Feb 2025, 09:35 PM
ফুটবল বিশ্বে সবচেয়ে কাঙ্ক্ষিত স্মারকগুলোর একটি লিওনেল মেসির জার্সি। আর্জেন্টাইন মহাতারকার জার্সি পেতে আগ্রহী থাকে গোটা বিশ্বের খেলোয়াড় ও ভক্তরা। তবে এবার ঘটল বিরল ঘটনা। মেসির জার্সি চেয়ে বসলেন যে রেফারি!
কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির ১-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এই ম্যাচের একমাত্র গোলটি করেন মায়ামির অধিনায়ক মেসি।
ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন মেসি। শেষ বাঁশি বাজানোর পর রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর কাছে জার্সি চাইতে আসেন মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়কও এতে রাজি হন।
তবে মূল্যবান জার্সিটি পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ৩৬ বছর বয়সী ওরতিস নাভাকে। কারণ, মেসি ড্রেসিং রুমে ঢুকে তারপর জার্সিটি দিতে রাজি হন।
সঙ্গে সঙ্গে মেসির জার্সি না দেওয়ার যথেষ্ট কারণও অবশ্য ছিল। স্টেডিয়ামে তাপমাত্রা ছিল যে তিন ডিগ্রি, প্রথমার্ধের বিরতির সময় যা অনুভূত হচ্ছিল মাইনাস আট ডিগ্রির মতো।
ম্যাচ শেষে এই ধরনের কন্ডিশনে ফুটবল খেলাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
প্রতিযোগিতামূলক ফুটবলে চলতি বছরে এটিই ছিল মেসির প্রথম গোল। আগামী শনিবার আবার মাঠে নামবেন তিনি। সেদিন এবারের মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে মায়ামি।