কোপা দেল রের শেষ আটে মুখোমুখি রিয়াল-আতলেতিকো

বার্সেলোনাকে লড়তে হবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2023, 01:49 PM
Updated : 20 Jan 2023, 01:49 PM

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল মাদ্রিদ। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের বাধা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সদর দফতরে শুক্রবার কোপা দেল রের ড্রয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মাদ্রিদের দুই দলকে। আর বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

এই প্রতিযোগিতায় সবশেষ ২০১২-১৩ মৌসুমে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আতলেতিকো। সেই ফাইনালে ২-১ গোলে জিতেছিল আতলেতিকো।

চলতি মৌসুমে শুরু থেকেই ধুঁকছে আতলেতিকো। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি লা লিগায় ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে আতলেতিকো। কঠিন সময়ে রিয়ালের বিপক্ষে লড়াই তাই কঠিন চ্যালেঞ্জই হতে যাচ্ছে দিয়েগো সিমেওনের দলের জন্য।

লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার জন্যও লড়াইটা সহজ হবে না। তাদের প্রতিপক্ষ সোসিয়েদাদ লিগ টেবিলে আছে তিন নম্বরে। গত নভেম্বরের শুরু থেকে অপরাজিত আছে দলটি।

শেষ আটের অন্য দুই ম্যাচে ভালেন্সিয়া খেলবে আথলেতিক বিলবাও এবং ওসাসুনা লড়বে সেভিয়ার বিপক্ষে।  

ম্যাচগুলা মাঠে গড়াবে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি সময়ে। সূচি এখনও চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ।