ইংলিশ ফুটবল
প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্না স্লটের দল।
Published : 21 Sep 2024, 09:56 PM
নিজেদের আঙিনায় শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিল লিভারপুল। দুই মিনিটে দুই গোল উপহার দিলেন লুইস দিয়াস। চমৎকার একটি গোল করলেন দারউইন নুনেস। বোর্নমাউথকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।
চলতি আসরে প্রথম তিন ম্যাচে জয়ের পর গত রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে লিভারপুল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে এসি মিলানের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে তারা। সেই ছন্দ তারা ধরে রাখল ঘরোয়া লিগে ফিরেও।
ম্যাচের শুরুটা দারুণ হতে পারত বোর্নমাউথের। চতুর্থ মিনিটে ডান দিক থেকে সতীর্থের পাসে ছুটে গিয়ে স্লাইডে লিভারপুলের জালে বল পাঠান ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি।
অষ্টম মিনিটে প্রথমবার প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে লিভারপুল। বক্সের বাইরে থেকে দিয়াসের জোরাল শটে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কেপা আরিসাবালাগা।
ত্রয়োদশ মিনিটে সুযোগ পান মোহামেদ সালাহ। আলেক্সিস মাক আলিস্তেরের থ্রু বল ধরে বক্সে ঢুকে মিশরীয় ফরোয়ার্ডের নেওয়া শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন আরিসাবালাগা।
২০তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত রাখেন আলিসনের চোটে লিভারপুলের পোস্টে দাঁড়ানো কুইভিন কেলেহার। কাছ থেকে সেমেনিওর প্রচেষ্টা পা দিয়ে ঠেকান আইরিশ গোলরক্ষক। দুই মিনিট পর বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে দিয়াসের নেওয়া শট ঠেকান আরিসাবালাগা।
২৬ থেকে ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুলকে চালকের আসনে বসিয়ে দেন দিয়াস।
প্রথমে নিজেদের অর্ধ থেকে ইব্রাহিমা কোনাতের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের বক্সের বাইরে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন তিনি। আরিসাবালাগা ততক্ষণে বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে। একটু জায়গা বানিয়ে ডান পায়ের শটে জালে পাঠান দিয়াস। আর ট্রেন্ট অ্যালেক্সজ্যান্ডার-আর্নল্ডের পাস বক্সে পেয়ে কোনাকুনি নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
এবারের লিগে পাঁচ ম্যাচে তার গোল হলো ৫টি, সঙ্গে অ্যাসিস্ট আছে একটি।
৩৭তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন নুনেস। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ে শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা নুনেস এই মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন।
৪০তম মিনিটে ফের সুযোগ পান সালাহ। এবারও তার শট রুখে দেন আরিসাবালাগা। ৫৯তম মিনিটে সালাহর আরেকটি শট গোললাইন থেকে প্রতিহত করেন এক ডিফেন্ডার।
৬৭তম মিনিটে সালাহর শট গোলরক্ষক ঠেকানোর পর নুনেসের প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করে সফরকারীরা। পরক্ষণেই দুই গোলদাতা দিয়াস ও নুনেসকে তুলে কোডি হাকপো ও ফেদেরিকো চিয়েসাকে নামান লিভারপুল কোচ।
মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই একটি ভালো সুযোগ পান চিয়েসা। বক্সের বাইরে থেকে এই ইতালিয়ান উইঙ্গারের দুর্বল শট অনায়াসে ঠেকান আরিসাবালাগা।
৭৮তম মিনিটে লিভারপুলের জার্সিতে প্রথম গোল পেয়েও যেতে পারতেন চিয়েসা। গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে অ্যানফিল্ডে আসা এই ফুটবলারের শট পোস্টে লাগে।
৮২তম মিনিটে বোর্নমাউথের লুইস সিনিস্তেরার কোনাকুনি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কেলেহার। ওই কর্নারে সিনিস্তেরার হেড ক্রসবারে লাগার পর সফরকারীদের আরেকটি প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান স্বাগতিক গোলরক্ষক। তাতে জাল অক্ষত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে নেমে গেছে একটি ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়ে, পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টন ভিলা।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জেতা চেলসি পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে।
পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে বোর্নমাউথ।