বুন্ডেসলিগায় এবার বায়ার্ন মিউনিখ ৩৪তম শিরোপা জিতলে পেশাদার ফুটবলে দেড় দশকের ট্রফি-খরা কাটবে ইংলিশ তারকা হ্যারি কেইনের।
Published : 24 Apr 2025, 08:31 PM
গোল, রেকর্ড, ব্যক্তিগত পুরস্কার হ্যারি কেইনের কম নয়। তবে একটি দলীয় ট্রফি না জেতার আক্ষেপ তাকে বয়ে বেড়াতে হচ্ছে বছরের পর বছর ধরে। তার সেই অপেক্ষার অবসান হতে পারে আর একদিন পরই।
বুন্ডেসলিগায় আগামী শনিবার মাইন্সের মুখোমুখি হবে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। একই সময়ে আরেক ম্যাচে আউক্সবুর্কের বিপক্ষে খেলবে বায়ার লেভারকুজেন। দুইয়ে থাকা লেভারকুজেন যদি জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেদের ম্যাচ জিতলেই জার্মানির শীর্ষ লিগে রেকর্ড ৩৪তম শিরোপা জিতবে বায়ার্ন। ট্রফি-খরা কাটবে কেইনেরও।
ইংলিশ এই তারকার পেশাদার ক্যারিয়ার ১৫ বছরের। ইংল্যান্ড জাতীয় দল ও ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা তিনি। কিন্তু দল দুটির হয়ে কোনো শিরোপার স্বাদ তার পাওয়া হয়নি।
গত দুটি ইউরোর ফাইনালে হারে ইংল্যান্ড। এছাড়া টটেনহ্যামে কেইন ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।
টটেনহ্যাম ছেড়ে গত মৌসুমে বায়ার্নে গিয়ে সেখানেও গোলের পর গোল করেন কেইন। কিন্তু এক দশকের মধ্যে প্রথমবার শিরোপাহীন মৌসুম কাটে বায়ার্নের, দীর্ঘায়িত হয় কেইনের একটি ট্রফির অপেক্ষাও।
বায়ার্নের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে গতবার বুন্ডেসলিগা শিরোপা জেতে লেভারকুজেন। এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধারের দুয়ারে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের হতাশাও হয়তো কিছুটা কমবে তাদের লিগ জয়ে।
বুন্ডেসলিগায় এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬০ গোল করেছেন কেইন। এর মধ্যে ২৪টি চলতি মৌসুমে। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় নিজের প্রথম দুই মৌসুমের প্রতিটিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।
৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাভি আলোন্সোর লেভারকুজেন। ম্যাচ বাকি চারটি করে।